এক্সপেরিয়া জেড১-এর ছোট সংস্করণ জেড১এস আনতে পারে সনি

এক্সপেরিয়া

সনির বর্তমান ফ্ল্যাগশিপ ডিভাইস এক্সপেরিয়া জেড১ নিয়ে আগ্রহের কোনো শেষ নেই। কিন্তু বেশিরভাগ অ্যান্ড্রয়েডপ্রেমীরাই অতিরিক্ত দামের জন্য এই ফোন কিনতে পারবেন না। আর তাই আরও ক্রেতা আকৃষ্ট করার লক্ষ্যে সনি হয়তো এইচটিসি বা স্যামসাং-কেই অনুসরণ করতে যাচ্ছে।

এই দু’টি কোম্পানিই তাদের ফ্ল্যাগশিপ ফোন — স্যামসাং গ্যালাক্সি এস ৪ এবং এইচটিসি ওয়ান — এর ছোট সংস্করণ বের করেছে যেগুলো ফ্ল্যাগশিপ ফোনের মতো হলেও হার্ডওয়্যারে কম ক্ষমতাসম্পন্ন এবং দাম কম। এর আগে গুজব ছড়ায়, সনিও এই নভেম্বরেই তাদের এক্সপেরিয়া জেড১-এর ছোট আকারের একটি ডিভাইস বাজারে আনবে। তেমনটা এখন পর্যন্ত না হলেও সনির ওয়েবসাইটে কিছু সময়ের জন্য দেখা গেছে Xperia Z1s মডেলের একটি ফোন। আর যদি s অক্ষরটিকে small-এর চিহ্ন বলে ধরে নেয়া হয়, তাহলে হয়তো গুজবটা আসলেই সত্য হতে যাচ্ছে।

এক্সপেরিয়া জেড১এস এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও একাধিক সূত্রমতে, এই ফোনে থাকবে ৪.৩-ইঞ্চি ডিসপ্লে যার রেজুলেশন 720 x 1280 পিক্সেল। এর ওজন হবে মাত্র ১৪০ গ্রাম এবং এতে ২,৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এর বেশি কোনো তথ্য এখনও জানা যায়নি।

তবে সনির ওয়েবসাইটে ভুল করে হলেও যেহেতু একবার দেখে গেছে এক্সপেরিয়া জেড১এস-কে, সেহেতু এই ধারণা করাই যায় যে আবারও দেখা দিবে নতুন এই স্মার্টফোন। আর পরেরবার নিজের পুরো বৃত্তান্ত নিয়েই হয়তো বিশ্বের সামনে হাজির হবে সনির নতুন এই অ্যান্ড্রয়েড ফোন।

তুলনামূলক কমদামে এক্সপেরিয়া জেড১এস বাজারে আসলে কেনার কথা ভাববেন কি?