মটোরোলা ও গুগলের উদ্যোগে তৈরি প্রথম স্মার্টফোন মটো এক্স-এর দাম কমেছে। ‘অত্যধিক দামী’ হওয়ায় সমালোচিত এই ফোনটির দাম ১০০ ডলার কমিয়েছে মটোরোলা।
মটোরোলার ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, ৩২ গিগাবাইটের ডেভেলপার এডিশন মটো এক্স-ই কেবল এই মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে। ১০০ ডলার কমে এই ফোনটির দাম এখন ৫৪৯ ডলার।
ডেভেলপার ফোন হিসেবে এই ফোনের বিশেষত্ব হলো এটি অফিসিয়ালিই বুটলোডার আনলক করা, নতুন কার্নেল ফ্ল্যাশ করা ইত্যাদি সাপোর্ট করে। যদিও এসবের মাধ্যমে ক্রেতারা তাদের ওয়ারেন্টি হারাবেন, কিন্তু তবুও ডেভেলপার এডিশনে শুরু থেকেই জনপ্রিয়তায় শীর্ষে ছিল।
মটো এক্স-এর রয়েছে ৪.৭ ইঞ্চি এমোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ প্রো ও কোয়াড-কোর অ্যাড্রিনো ৩২০ জিপিইউ এবং ২ গিগাবাইট র্যাম। এই ফোনটি কিনলে ব্যবহারকারী দুই বছরের জন্য গুগল ড্রাইভে ৫০ গিগাবাইট স্টোরেজ বিনামূল্যে পাবেন।
অবশ্য এর চেয়েও কমদামে বাজারে আসা নেক্সাস ৫-এর দিকে এখন ক্রেতারা বেশি ঝুঁকতে পারেন বলেই মন্তব্য করছেন অনেকে। হয়তো নেক্সাস ৫-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই দাম কমানো হয়েছে মটো এক্স-এর। প্রায় ২০০ ডলার কম মূল্যে নেক্সাস ৫ যখন পাওয়া যাচ্ছে, তখন মটো এক্স এই নতুন দামেও বিক্রি করা কঠিন হতে পারে। এছাড়াও আগামী ১৩ই নভেম্বর আরও কমদামী মটো জি উদ্বোধনেরও কথা রয়েছে। তাই শিগগিরই বাজারে বেশ বেকায়দামূলক অবস্থায় পড়তে পারে মটো এক্স।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত নেক্সাস ৫ এর সঙ্গে এর আগের নেক্সাস ৪ এর তুলনামূলক প্রতিবেদন দেখুন এখানে।