জনপ্রিয় গেম নির্মাতা প্রতিষ্ঠান গেমলফট তাদের তুমুল জনপ্রিয় রেসিং গেম সিরিজ অ্যাসফাল্ট-এর নতুন সংস্করণ Asphalt 8: Airborne সম্প্রতি বিনামূল্যে ছেড়েছে। আগে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে কিনতে হলেও গুগল প্লে স্টোর ও আইটিউনস অ্যাপ স্টোর থেকে গেমাররা এখন বিনামূল্যেই এই গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন।
সূত্র জানিয়েছে, গেম বিক্রির বদলে গেমলফট এখন ইন-গেম পারচেসের মাধ্যমে আয়ের পরিকল্পনা করেছে যার মাধ্যমে গেমাররা অনেক সময় খেলার বদলে বিভিন্ন আপডেট কিনতে পারবেন। তবে যারা ইতোমধ্যেই গেমটি কিনেছেন, তাদের জন্য নতুন কিছু রিওয়ার্ড যেমন ফ্রি বুস্টার, নাইট্রো প্যাকস ও টিউনিং কিট দেয়া হয়েছে, যেগুলো নতুন গেমারদের হয় কিনতে হবে অথবা বিভিন্ন রেস খেলে টাকা জমিয়ে পেতে হবে।
Asphalt 8: Airborne গেমটি আইওএস ও অ্যান্ড্রয়েডের জন্য কয়েক মাস আগে মুক্তি পায় যেটি এর আগের গেম Asphalt 7: Heat-কে নতুন আরেক উচ্চতায় নিয়ে যায়। মূলত এই গেমটিতে স্টান্ট জাতীয় ট্রিকসের সুবিধা বেশি থাকায়ই এর নাম Airborne দেয়া হয়।
গুগল প্লে স্টোর লিংকঃ অ্যাসফাল্ট ৮: এয়ারবোর্ন
গুগলের মুক্তিপ্রাপ্ত গুগল প্লে গেম সার্ভিসেস-এর মাধ্যমে গেমাররা অ্যাসফাল্ট ৮: এয়ারবোর্ন গেমটি অনলাইন মাল্টিপ্লেয়ারেও খেলতে পারবেন। এছাড়াও এর মাধ্যমে গেমারদের অগ্রগতি বা সেইভ ক্লাউডে সংরক্ষণ করাও সম্ভব হবে। তাই রেসিং গেম ফ্যানরা আর দেরি না করে এখনই প্লে স্টোর থেকে লুফে নিন অ্যাসফাল্ট ৮: এয়ারবোর্ন।