স্যামসাং বাঁকানো ডিসপ্লের স্মার্টফোন আনবে, এমন গুজব নতুন কিছু নয়। অনেকদিন ধরেই স্যামসাং বাঁকানো বা কার্ভড ডিসপ্লের ফোন আনার কথা জানিয়ে আসছে। আজ অবশেষে স্যামসাং তাদের বাঁকানো ডিসপ্লে সমৃদ্ধ স্মার্টফোনের আনুষ্ঠানিক ঘোষণা দিলো।
‘গ্যালাক্সি রাউন্ড’ নামের এই স্মার্টফোনের প্রধান বৈশিষ্ট্যই হলো এর বাঁকানো ওলেড ডিসপ্লে। স্যামসাং-এর কিছু ওলেড ডিসপ্লের বাঁকানো টিভির মতো করেই তৈরি করা হয়েছে ৫.৭ ইঞ্চি আকারের ১০৮০পি ডিসপ্লেগুলো। এগুলো স্যামসাং-এর নতুন গ্যালাক্সি নোট ৩ ফ্যাবলেটের সমান – কেবল ডিসপ্লে বাঁকানো।
বাঁকানো ডিসপ্লের সুবিধা কী তা এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত স্যামসাং কেবল এতটুকুই জানিয়েছে যে, ‘রাউন্ড ইন্টারঅ্যাকশন’ নামের একটি ফিচার তৈরিতে তারা কাজ করছে যার মাধ্যমে স্ক্রিন বন্ধ থাকাকালীন ডিভাইসটি ‘টিল্ট’ করার মাধ্যমে বিভিন্ন নোটিফিকেশন দেখা যাবে। এছাড়াও টেবিলের মতো সমতল সারফেসে রেখে ডিভাইসটি টিল্ট করলে কত পারসেন্ট ব্যাটারি রয়েছে তাও দেখা যাবে।
গ্যালাক্সি রাউন্ডের ‘কার্ভড ডিসপ্লে’-ই কিন্তু এর একমাত্র আকর্ষণীয় দিক নয়। এর হার্ডওয়্যারে রয়েছে ২৮০০ এমএএইচ ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৩ গিগাবাইট র্যাম, ২.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন। প্রাথমিকভাবে এটি আগামীকাল দক্ষিণ কোরিয়ার এসকে টেলিকম বিক্রি শুরু করবে প্রায় ১,০১৩ ডলারে। তবে আন্তর্জাতিক বাজারে কখন বা কত দামে এটি বিক্রি হবে এ সংক্রান্ত কোনো তথ্য স্যামসাং জানায়নি।
বাঁকানো ডিসপ্লের স্মার্টফোন ব্যবহার করতে কেমন লাগবে আপনার?