Oppo N1-এর হাত ধরে স্টক রম হিসেবে আসছে সায়ানোজেনমড

জনপ্রিয় কাস্টম রম সায়ানোজেনমড-এর ভবিষ্যত পরিকল্পনার কথা নিয়ে আগেই অ্যান্ড্রয়েড কথনে পোস্ট করা হয়েছে। একজন ডেভেলপারের হাত ধরে গড়ে ওঠা এই জনপ্রিয় কাস্টম রমটি ভবিষ্যতে আইওএস ও অ্যান্ড্রয়েডের পর স্মার্টফোন অপারেটিং সিস্টেম মার্কেটে নিজেদের অবস্থান তৃতীয়তে দেখতে চায়। আর তাদের এ লক্ষ্য অর্জনে যোগ দিয়েছে চীনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড, Oppo.

Oppo ব্র্যান্ডটি যুক্তরাষ্ট্রে হাই-এন্ড ব্লু-রে প্লেয়ার বিক্রি করে থাকে। দেশটিতে সবাই এভাবেই Oppo কোম্পানিকে চিনে। কিন্তু এর বাইরে স্মার্টফোন বাজারেও বেশ কয়েকটি ডিভাইস এসে ব্যবহারকারীদের নজরে এসেছে কোম্পানিটি। অ্যান্ড্রয়েড কথনেও এর আগে Oppo Find 5 নিয়ে একটি লেখা প্রকাশিত হয়। অর্থাৎ, Xiami-এর মতোই Oppo ব্র্যান্ডের স্মার্টফোনেরও রয়েছে বেশ সুনাম।

ব্র্যান্ডটির নতুন ডিভাইস Oppo N1 এর উদ্বোধন করার সময়ই জানানো হয় যে, এটিই হবে প্রথম ডিভাইস যেটিতে স্টক রম হিসেবেই সায়ানোজেনমড দেয়া থাকবে। কাস্টম রম হিসেবে ব্যবহারকারীর হাতে আসা এই সিএম-এর স্টক রম হয়ে যেই সেটটিতে আসছে, তার হার্ডওয়্যার স্পেসিফিকেশন কিন্তু নিতান্ত কম নয়!

Oppo জানিয়েছে, অ্যান্ড্রয়েডের সায়ানোজেনমড সংস্করণ চালিত নতুন এই ডিভাইসে রয়েছে ৫.৯ ইঞ্চি ডিভাইস যাতে ব্যবহৃত হয়েছে O-Touch প্যানেল। এতে রয়েছে ১০৮০পি আইপিএস ডিসপ্লে, ১.৭ গিগাহার্জ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৬০০ প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম এবং ১৬/৩২ গিগাবাইট স্টোরেজ।

Oppo N1-এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর ক্যামেরা। ১৩ মেগাপিক্সেলের এই ক্যামেরাটি ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসা যাবে। ফলে একটি ক্যামেরাই ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করাই নয়, বরং ফ্রন্ট ক্যামেরা হিসেবে ১৩ মেগাপিক্সেল ক্যামেরাও পাবেন ব্যবহারকারীরা।

ডিসেম্বরের শুরু দিকে এই ডিভাইসটি বাজারে আসবে বলে জানানো হলেও দাম সংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি। তবে সব Oppo N1 ডিভাইসে সায়ানোজেনমড থাকবে না বলে জানিয়েছে কোম্পানিটি। ব্যবহারকারীরা Oppo-এর নিজস্ব ইউজার ইন্টারফেস Color চালিত এন১, সায়ানোজেনমড প্রি-ইন্সটলড এন১, কিংবা নিজেদের ইচ্ছেমতো দু’টির যে কোনো একটি সংস্করণ কিনতে পারবেন।

স্টক রম হিসেবে সায়ানোজেনমড চালিত প্রথম এই ডিভাইস সম্পর্কে আপনার ধারণা কী? কেমন জনপ্রিয়তা পেতে পারে সায়ানোজেনমড ও Oppo-এর এই বিশালাকার স্মার্টফোন?