বহুল প্রত্যাশিত ৩জি সেবা চালু করার লক্ষ্যে অবশেষে দেশের বেসরকারী অপারেটরগুলো ৩জি’র লাইসেন্স পেয়েছে। এদের মধ্যে ১০ মেগাহার্জ স্পেকট্রাম কিনে এগিয়ে থাকা দেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ইতোমধ্যেই ৩জি সেবার টেস্ট রান শুরু করেছে বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, গ্রামীণফোন জিপি হাউজে ও ঢাকার বেশ কয়েকটি স্থানে অভ্যন্তরীণভাবে বুধবার রাত থেকেই ৩জি টেস্ট কল চালু করা হয়েছে। গ্রামীণফোনের দাবি, দেশের বেসরকারী অপারেটরদের মধ্যে সফলভাবে গত কয়েকদিন ধরে ৩জি সেবা পরীক্ষা করায় তারাই প্রথম।
এই টেস্ট রান সফল হলে ছোটখাটো আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ৩জি সেবার ‘টেস্ট রান’ চালু করা হবে বলে গ্রামীণফোনের একটি সূত্র সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউনকে জানিয়েছে। ৩জি সেবার মান যাচাই করার লক্ষ্যেই গ্রাহকদের কাছে পৌঁছানোর পূর্বে এসব পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।
এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী মাসের মধ্যেই ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় এবং আগামী বছরের শুরুর দিকেই দেশের সবক’টি জেলায় গ্রামীণফোন ৩জি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ চলছে। ব্যবহারকারীদের বর্তমান সিমেই গ্রামীণফোন ৩জি সেবা পাওয়া যাবে বলেও নিশ্চিত করেছে গ্রামীণফোন। এছাড়াও ২০০৯ সালের পর থেকে বিক্রি হওয়া গ্রামীণফোন ইন্টারনেট মডেম ব্যবহার করেও ৩জি সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে গ্রামীণফোন ও রবির পাশাপাশি এয়ারটেলও ৩জি সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে। অক্টোবরের মধ্যেই ঢাকা ও চট্টগ্রামে, নভেম্বরের মধ্যে সিলেটে এবং বছরের শেষে সাতটি বিভাগে ৩জি সেবা পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে এই প্রতিষ্ঠানের।
গ্রাহকদের ৩জি’র সুবিধা সম্পর্কে অবগত করতে দেশের চতুর্থ বৃহত্তম অপারেটর আগামী সপ্তাহে ক্যামপেইন শুরু করবে বলেও জানা গেছে।
সবমিলিয়ে অক্টোবরের মধ্যেই দেশের অন্তত তিনটি অপারেটরের ৩জি সুবিধা চালু হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ৩জি সেবা চালু নিয়ে আপনার প্রত্যাশার কথা আমাদের জানান মন্তব্যের ঘরে।
সূত্রঃ ঢাকা ট্রিবিউন