সনি আনলো এনএফসি সুবিধার সাইবার-শট স্মার্টফোন লেন্স

সনি সাইবার-শট কিউএক্স১০০

সনি সাইবার-শট কিউএক্স১০০

স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি করেন এমন মানুষ খুঁজলে অভাব হবে না। আর তাই স্মার্টফোনের সঙ্গে লেন্স লাগিয়ে আরও ভালো কোয়ালিটির ও দূরের ছবি তুলতে চান এমন ব্যবহারকারীর সংখ্যাও নিতান্ত কম নয়। আর তাদের কথা ভেবেই সনি এনেছে দু’টি দারুণ স্মার্টফোন উপযোগী লেন্স। আজ বার্লিনের আইএফএ ২০১৩-তে সনি তাদের প্রেস কনফারেন্সে এক্সপেরিয়া জেড ১ ও আরও কিছু ভায়ো ডিভাইসের পাশাপাশি এই স্মার্টফোন লেন্স দু’টির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এ দু’টিরই রয়েছে নিজস্ব অপটিকস এবং ইমেজ সেন্সর।

(আরও পড়ুনঃ সনি আনলো ২০.৭ মেগাপিক্সেল ক্যামেরাসমৃদ্ধ এক্সপেরিয়া জেড ১ (হোনামি))

স্মার্টফোন লেন্সগুলো মূলত এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত হয় ও স্মার্টফোনের ক্যামেরাকে অবিশ্বাস্য ক্ষমতা দেয়। এটি অ্যান্ড্রয়েড ও আইওএস দু’টির সঙ্গেই কাজ করে এবং পরবর্তীতে ওয়াই-ফাই এর মাধ্যমে ছবি স্ট্রিম করে। সনি প্রাথমিকভাবে দু’টি লেন্সের ঘোষণা দিয়েছে। এর একটি QX100 ও অন্যটি QX10 মডেলের।

সনি সাইবার-শট কিউএক্স ১০০।

সনি সাইবার-শট কিউএক্স ১০০।

QX100-এ রয়েছে বিশাল ১” এক্সমোর আর সেন্সর ও ২০.২ মেগাপিক্সেল রেজুলেশন। এতে আছে F/1.8 ZEISS Vario-Sonar T লেন্স, ৩.৬ অপটিক্যাল জুম এবং স্ট্যাবিলাইজেশন সুবিধা। এর সনির আরেকটি ক্যামেরা Sony RX100M II-এর অনুরূপ। অর্থাৎ, একটি ক্যামেরার লেন্সই ছোট করে তৈরি করা হয়েছে QX100 লেন্সটি।

অন্যদিকে QX10 হচ্ছে কিছুটা কমদামী অথচ আরও বেশি জুম রেঞ্জ – ১০এক্স – এবং সনি জি লেন্স যার সঙ্গে দেয়া হয়েছে ১/২.৩” এক্সমোর আর সেন্সর ও ১৮.২ মেগাপিক্সেল রেজুলেশন।

সনি সাইবার-শট কিউএক্স১০।

সনি সাইবার-শট কিউএক্স১০।

সনি সাইবার-শট কিউএক্স১০০ এবং কিউএক্স১০ আজ থেকেই যুক্তরাজ্যে প্রি-অর্ডার শুরু হয়েছে এবং এ মাসের শেষের দিকে ইউরোপের বাজারে বিক্রি শুরু হবে। সনি কিউএক্স১০০-এর দাম ধরেছে ৫০০ ডলার ও কিউএক্স১০-এর দাম ধরেছে তার অর্থেক, অর্থাৎ ২৫০ ডলার। দাম অনেক বেশি শোনালেও তুলনা করার জন্য বলা যায় যে, কিউএক্স১০০-এর মতো একই সুবিধার লেন্স-সমৃদ্ধ ক্যামেরার দাম ৭৫০ ডলার

এখন প্রশ্ন হচ্ছে, মূল স্মার্টফোনের দামের সঙ্গে এই লেন্সের দাম যোগ করে হলেও কি স্মার্টফোন ফটোগ্রাফি করবেন নাকি ফোনকে ফোনের জায়গায় রেখে ছবি তোলার জন্য আলাদা ক্যামেরাই কিনে ফেলবেন? আপনার মন্তব্য জানান নিচে মন্তব্যের ঘরে।