স্যামসাং ঘোষণা করলো তাদের প্রথম স্মার্টওয়াচ, গ্যালাক্সি গিয়ার

গ্যালাক্সি গিয়ার

স্যামসাং প্রথম অ্যান্ড্রয়েড-চালিত ক্যামেরা, গ্যালাক্সি ক্যামেরা, তৈরি করে বেশ আলোচিত হয়েছিল। এবার নতুন করে নতুন এক ডিভাইসে অ্যান্ড্রয়েড নিয়ে এসেছে কোরিয়ান এই কোম্পানিটি। যদিও স্মার্টওয়াচের আইডিয়া নতুন কিছু নয়, তবুও কোম্পানি যখন স্যামসাং, তখন স্বভাবতঃই সাধারণ মানুষের আগ্রহ অনেকখানি বেড়ে যায়।

আজ বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০১৩-এ স্যামসাং-এর “আনপ্যাকড” প্রেস কনফারেন্সে গ্যালাক্সি নোট ৩, গ্যালাক্সি নোট ১০.১-এর ২০১৪ এডিশন-এর পাশাপাশি গ্যালাক্সি গিয়ার-এর আনুষ্ঠানিক ঘোষণা দেয় স্যামসাং।

(আরও পড়ুনঃ স্যামসাং আনলো ৩ গিগা র‌্যাম ও অক্টা-কোর প্রসেসরের গ্যালাক্সি নোট ৩)

স্যামসাং গ্যালাক্সি গিয়ার হচ্ছে একটি ১.৬৩ ইঞ্চি আকারের ৩২০ বাই ৩২০ রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে সমৃদ্ধ স্মার্টওয়াচ। এর সামনের দিকটি মেটালের ফ্রেম দিয়ে আবদ্ধ ও স্ট্র্যাপটি রাবারের তৈরি। এছাড়াও স্ট্র্যাপের সঙ্গে একটি ক্যামেরাও জুড়ে দেয়া হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি গিয়ার

স্যামসাং গ্যালাক্সি গিয়ার মূলত আপনার ফোনের একটি কমপ্যানিয়ন হিসেবে কাজ করবে। ব্লুটুথ সংযোগের মাধ্যমে কমপ্যাটিবল স্যামসাং স্মার্টফোনের সঙ্গে একটি সোশ্যাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটি সংযুক্ত হবে। তবে স্যামসাং ছাড়া অন্যান্য ডিভাইসে গ্যালাক্সি গিয়ার কাজ করবে কি না তা জানা যায়নি। বিশেষ করে গ্যালাক্সি গিয়ার যেহেতু অ্যান্ড্রয়েড ৪.৩ এবং ব্লুটুথ লো এনার্জি ৪.০ ব্যবহার করে, সেহেতু অনেক বেশি ডিভাইসের সঙ্গে এটি কমপ্যাটিবল হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

স্যামসাং গ্যালাক্সি গিয়ার

কমপ্যাটিবল ফোনের সঙ্গে গ্যালাক্সি গিয়ার সংযুক্ত করার পর ফোন পকেটে রেখেই ব্যবহারকারী ফোন কল করা এবং কল রিসিভ করা, ভয়েস মেমো রেকর্ড করা, ফোনের সব নোটিফিকেশন গ্যালাক্সি গিয়ারেই দেখা এবং অন্যান্য সাধারণ কাজগুলো করতে পারবেন। এছাড়াও কেবল এই স্মার্টওয়াচকে কেন্দ্র করে আলাদা অ্যাপ ভাণ্ডার গড়ে তোলা হচ্ছে যেখানে বর্তমানে ৭০টি অ্যাপ্লিকেশন রয়েছে বলে জানিয়েছে স্যামসাং।

দাম সংক্রান্ত কোনো তথ্য না জানালেও স্যামসাং-এর এই অ্যান্ড্রয়েড চালিত ঘড়ি আগামী অক্টোবরে বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে প্রেস কনফারেন্সে।

গ্যালাক্সি গিয়ার কেনার পরিকল্পনা করছেন কি?