আনলকড নেক্সাস ৪-এর দাম কমালো গুগল

নেক্সাস ৪অ্যান্ড্রয়েডপ্রেমীদের মধ্যে অন্যতম জনপ্রিয় ডিভাইস নেক্সাস ৪-এর দাম ১০০ ডলার কমিয়েছে গুগল। প্লে স্টোর থেকে কান্ট্রি আনলকড নেক্সাস ৪ এখন বিক্রি হচ্ছে মাত্র ১৯৯ ডলারে।

একই সঙ্গে নেক্সাস সিরিজের সবচেয়ে জনপ্রিয় ডিভাইস নেক্সাস ৭-ও ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশে সরাসরি বিক্রি শুরু করেছে গুগল। দ্বিতীয় প্রজন্মের এই নেক্সাস ৭ প্রাথমিকভাবে কেবল যুক্তরাষ্ট্র ও কানাডায় পাওয়া যাচ্ছিল। কিন্তু বুধবার সকাল থেকেই যুক্তরাজ্য, জার্মানী, ফ্রান্স, স্পেন এবং জাপানের গুগল প্লে স্টোরেও অ্যাভেইলেবল দেখাচ্ছে নেক্সাস ৭।

নতুন নেক্সাস ৪?

নেক্সাস ৪-এর দাম কমার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে এর নতুন আপডেট। যদিও এখনও কোনোকিছু জানা যায়নি, বিশেষজ্ঞরা ধারণা করছেন সেকেন্ড জেনারেশন নেক্সাস ৪ তৈরির কাজ করছে গুগল। কিন্তু সেকেন্ড জেনারেশন আসছে বলে নেক্সাস ৪ কেনা থেকে পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই। কেননা, ৪জি ইন্টারনেট সুবিধা ছাড়া অ্যান্ড্রয়েড ফোনে আর যা যা দরকার তার প্রায় সবই রয়েছে নেক্সাস ৪-এ।

গিগাওম লিখেছে, নেক্সাস ৪-এর আপডেটে হয়তো ডিসপ্লে রেজুলেশন বাড়ানো হবে। স্বভাবতঃই ফোনের নতুন সংস্করণের প্রধান আকর্ষণ থাকে বাড়তি রেজুলেশনের ডিসপ্লে। কিন্তু নেক্সাস ৪-এর ডিসপ্লের পিপিআই ইতোমধ্যেই ৩২০, যেখানে মানুষের চোখ পিক্সেলের পার্থক্য আর ধরতে পারে না। অর্থাৎ, পরবর্তী নেক্সাস ৪-এ বাড়তি রেজুলেশন দেয়া হলেও তা চোখে খুব একটা ধরা পড়বে না বলেই গিগাওম-এর মতামত।

এছাড়াও নেক্সাস ৪-এ রয়েছে কোয়াড-কোর প্রসেসর। অক্টা-কোর প্রসেসর নিয়ে খানিকটা মার্কেটিং দেখা গেলেও মূলত কোয়াড-কোর প্রসেসরই আরও অনেকদিন মোবাইল প্রসেসরের জগতে রাজত্ব করবে। সেদিক দিয়েও নেক্সাস ৪ একটি দারুণ স্মার্টফোন।

সবশেষে নেক্সাস ৪-এর নতুন আপডেটে যদি উল্লেখযোগ্য পরিবর্তন থাকে, তাহলে তা হয়তো হবে ৪জি ইন্টারনেট সুবিধা। যদি এগুলো ছাড়া চলতে পারেন, তাহলে এই মুহূর্তে নেক্সাস ৪-ই এই দামে সেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন এই কথা বলাই যেতে পারে। (অ্যান্ড্রয়েড আপডেট নেক্সাস ডিভাইসগুলো সবার আগে পেয়ে থাকে তা ভুলে যাবেন না যেন!)

নেক্সাস ৭-এর দাম

ইউরোপের বিভিন্ন দেশে ট্যাক্সসহ সেকেন্ড জেনারেশন নেক্সাস ৭-এর ১৬ গিগাবাইট সংস্করণের দাম ২২৯ ইউরো বা ৩০৬ ডলার এবং ৩২ গিগাবাইটের দাম ২৬৯ ইউরো। অন্যদিকে যুক্তরাজ্যে ১৯৯ পাউন্ড বা ৩০৯ ডলারে এবং জাপানে ২৭,৮০০ ইয়েন বা ২৮৬ ডলারে সেকেন্ড জেনারেশন নেক্সাস ৭-এর দাম শুরু হয়েছে। কাজেই এসব দেশে কোনো বন্ধু বা আত্মীয় থাকলে এখনই এই ডিভাইস কিনে আনাতে পারেন। অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জগতে নেক্সাস ৭-কে এখনও আদর্শ ট্যাবলেট হিসেবেই ধরা হয়ে থাকে। আর সবার আগে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ পাওয়ার বাড়তি মজা তো আছেই!

নেক্সাস ৪ নাকি নেক্সাস ৭? কোনটি কেনার পরিকল্পনা করছেন আপনি?