Exclusive: স্মার্টফোন এক্সপো অক্টোবর ৩-৫ তারিখ; অন্যান্য অপারেটরে ৩জি ২ সপ্তাহেই

smartphone expo

স্মার্টফোন এক্সপো ২০১৩ (জানুয়ারি)-এর লোগো।

প্রথমবারের মতো ঢাকার আগারগাঁও-এ অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত স্মার্টফোন এক্সপো ২০১৩-তে ব্যাপক সাড়া পাওয়ার পর আবারও স্মার্টফোন এক্সপোর প্রস্তুতির কাজ চলছে। আগামী অক্টোবরের ৩ থেকে ৫ তারিখ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বিতীয়বারের মতো কেবল স্মার্টফোনভিত্তিক এই মেলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

গত জানুয়ারিতে “স্মার্টফোন এক্সপো ২০১৩” শীর্ষক মেলায় ব্যাপক সাড়া পাওয়ার পরই আয়োজকরা দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করার উদ্যোগ নিয়েছেন। গতবারের তুলনায় এবার মেলা প্রাঙ্গণও আরও বড় হবে বলে সূত্রে জানা গেছে।

একই বছরে দুইবার স্মার্টফোন এক্সপো আয়োজনের কারণ সম্পর্কে আয়োজক সূত্রে জানা গেছে, অক্টোবরেই অন্যান্য অপারেটরগুলোর ৩জি ইন্টারনেট সেবা চালু করার কথা রয়েছে।  ৮ই অক্টোবর ৩জি’র জন্য টেন্ডার চাওয়া হবে এবং সেই মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই অন্যান্য অপারেটরগুলো তাদের ৩জি ইন্টারনেট সেবা চালু করবে।

৩জি সেবা চালু করার জন্য বেসরকারী অপারেটরগুলো প্রায় প্রস্তুত বলেই একটি সূত্র অ্যান্ড্রয়েড কথন-কে নিশ্চিত করেছে।

কিছু সংখ্যক ফিচার ফোনে ৩জি ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকলেও সাধারণত ৩জি ইন্টারনেটের পূর্ণ অভিজ্ঞতা পেতে স্মার্টফোনই ব্যবহার করা হয়। আর সে কারণেই বেসরকারী অপারেটরের ৩জি নেটওয়ার্ক চালুকে সামনে রেখে স্মার্টফোন এক্সপোর আয়োজন করা হচ্ছে।

‘স্মার্টফোনে ৩জি ইন্টারনেটের উপর জোর দিয়েই এবারের স্মার্টফোন এক্সপো আয়োজন করা হচ্ছে,’ সূত্র জানিয়েছে।

গত জানুয়ারিতে প্রথমবারের মতো আয়োজিত এই মেলায় দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেটের প্রদর্শনী চলে। যেহেতু স্মার্টফোন ও ট্যাবলেট দু’টোর বাজারই এখন অ্যান্ড্রয়েডে পরিপূর্ণ, সেহেতু স্বভাবতঃই এই মেলায় ছিল অ্যান্ড্রয়েড ফোন আর ট্যাবলেটের ছড়াছড়ি। এছাড়াও অনেক ব্র্যান্ড নতুন স্মার্টফোন ও ট্যাবলেট ঘোষণা দেয়ার আগেও দর্শনার্থীদের জন্য প্রদর্শনী করে এবং প্রি-অর্ডার নেয়।

তাই অ্যান্ড্রয়েডপ্রেমীদের এখনই আঁটঘাঁট বেঁধে প্রস্তুতি নেয়ার সময় এসেছে। অক্টোবরের ৩ থেকে ৫ তারিখ স্মার্টফোন এক্সপো এবং সেই মাসেই অন্যান্য অপারেটরের ৩জি সেবা চালু করার খবরের চেয়ে ভালো কোনো খবর অ্যান্ড্রয়েডপ্রেমীদের জন্য হতেই পারে না, তাই না?

স্মার্টফোন এক্সপো-তে যাবার পরিকল্পনা করছেন কি?