মটো এক্স-এর ৩২ গিগাবাইট ডেভেলপার এডিশন আসছে শিগগিরই

মটো এক্স

মটোরোলা এবং গুগলের প্রথম সমন্বিত উদ্যোগে বাজারে আসা মটো এক্স ফোনের নতুন ডেভেলপার এডিশন শিগগিরই বাজারে আসছে বলে জানা গেছে। কোনো গুজব নয়, বরং মটোরোলা নিজেই তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে।

মটোরোলার তথ্যমতে, মটো এক্স-এর ডেভেলপার এডিশনের দু’টি বিশেষ বৈশিষ্ট্য থাকবে। এর পেছনে “ডেভেলপার এডিশন” শব্দদু’টি লেখা থাকবে এবং এতে ইন্টারনাল স্টোরেজ থাকবে ৩২ গিগাবাইট।  ডেভেলপার এডিশন মটো এক্স-এ আনলক করার যোগ্য বুটলোডার থাকবে বলে জানিয়েই দিয়েছে মটোরোলা। অবশ্য বুটলোডার আনলক করলে যে ওয়ারেন্টি চলে যাবে তাও সাফ জানিয়ে দিয়েছে মটোরোলা।

৩২ গিগাবাইটের এই মটো এক্স ডেভেলপার এডিশনের দাম সংক্রান্ত কোনো তথ্য লেখা হয়নি মটোরোলার ওয়েবসাইটে। তবে আশা করা হচ্ছে, ৩২ গিগাবাইটের মটো এক্স মডেলের সমান দামই (৬৩০ ডলার) হতে পারে ডেভেলপার এডিশনের।

অবশ্য দাম যদি এক হয় এবং বুটলোডার আনলক করলে যদি ওয়ারেন্টি হারাতে হয়, তাহলে কেবল দু’টো শব্দ পেছনে লেখা ছাড়া সাধারণ মটো এক্স আর মটো এক্স ডেভেলপার এডিশনের পার্থক্য কী তা এখনও স্পষ্ট নয়। তাই এই ফোনের আলাদা বৈশিষ্ট্য আদৌ আছে কি না আর থাকলে তা কী, সেটা জানার জন্য ডেভেলপার এডিশনটি বাজারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মটো এক্স ফোন কেনার কথা ভাবছেন কি কেউ?