স্যামসাং গ্যালাক্সি এস ৩ ও নোট ২ পাবে না অ্যান্ড্রয়েড ৪.২; বরং..

স্যামসাং তাদের প্রচুর গ্যালাক্সি সিরিজের অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যান্ড্রয়েডের নতুন আপডেট দিতে খানিকটা হিমশিম খায় তা আর বলার অপেক্ষা রাখে না। তাদের নিজেদের চাপ কমাতে এবং ব্যবহারকারীদেরও খুশি রাখতে স্যামসাং এবার সিদ্ধান্ত নিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.২ আপডেট দেয়াই হবে না তাদের জনপ্রিয় গ্যালাক্সি এস ৩ ও নোট ২ ডিভাইসে। বরং অ্যান্ড্রয়েড ৪.২ আপডেটটি তুলনামূলক কমমূল্যের গ্যালাক্সি গ্র্যান্ড সহ কয়েকটি ডিভাইসে রিলিজ করা হবে বলে জানা গেছে।

কমদামী ডিভাইসগুলো অ্যান্ড্রয়েডের আপডেট পেয়ে যাচ্ছে দেখে এস৩ ও নোট ২ ব্যবহারকারীদের রাগ করার কিছু নেই। কারণ, সম্প্রতি জার্মানীতে স্যামসাং-এর এক প্রতিনিধি জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ৪.২ বাদ দিয়ে গ্যালাক্সি এস ৩ (GT-i9300) এবং গ্যালাক্সি নোট ২-এ সরাসরি অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৪.৩ রিলিজ করার জন্যই কাজ করছে স্যামসাং। অর্থাৎ, তাদের এক সময়ের ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস৩ এবং গ্যালাক্সি নোট ২ ব্যবহারকারীদের সেরাটা দিতেই প্রস্তুতি নিচ্ছে স্যামসাং।

একটি টেলিকম সূত্র এই গুজবকে নিশ্চিত করেছে।

এ ব্যাপারে স্যামসাং আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও সাম্প্রতিক গ্যালাক্সি গ্র্যান্ডের অ্যান্ড্রয়েড ৪.২.২ পাওয়ার ঘোষণা অথচ এস ৩ নিয়ে কোনো কথাবার্তা না থাকা এই কথার সত্যতাই প্রমাণ করে। অনেকে কেবল জার্মানীর জন্য স্যামসাং-এর এই সিদ্ধান্ত বলে ধারণা করলেও, কেবল একটি দেশের জন্য আলাদা পরিকল্পনা না করারই কথা।

সুতরাং গ্যালাক্সি এস ৩ এবং গ্যালাক্সি নোট ২ ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৪.৩ জেলি বিনের জন্য অপেক্ষা শুরু করে দিতে পারেন।