স্মার্টফোনের ধারণাটা প্রবল হয়েছে আইফোনের হাত ধরে। স্টিভ জবসের এই দারুণ পরিকল্পনার পণ্যটি যে মোবাইলের জগতে এক নতুন যুগের সূচনা করেছিল তা অস্বীকার করার কোনো উপায় নেই। বর্তমানেও আইফোনের বেশ জনপ্রিয়তা থাকলেও এর প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে গুগল। সম্প্রতি এই প্রতিযোগিতায় ভালোভাবেই যোগ দিয়েছে মাইক্রোসফট। কিন্তু কেমন হতো যদি অ্যাপলের আইফোন বাজারে আসার আরও অনেক আগেই মাইক্রোসফট আইফোন তৈরি করতো? কেমন হতো, যদি মাইক্রোসফটের এক সময়ের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৯৮ দিয়েই প্রথম জামানার মাইক্রোসফট আইফোন ৯৮ বের হতো?
খানিকটা এমনই হতো!
একেবারে খারাপ লাগছে না, কী বলেন? 😆 তবে মাইক্রোসফট আইফোনে দরকারী সব ডিএলএল ফাইল না থাকলে কিন্তু মহা সমস্যায় পড়তে হতো! কারণ তখনকার দিনে তো আর এতো ইন্টারনেটের সমাহার ছিল না যে চাইলেই ডিএলএল ফাইল ডাউনলোড করে ফেলবেন! শুধু এই ভয়েই! এ ছাড়া ওভারঅল ডিজাইন দেখে মাইক্রোসফট আইফোন ৯৮ চালানোর বড় শখ কিন্তু জাগছে!
আপনার জাগছে কি? 😆