গুগল ম্যাপসের নতুন সংস্করণ এবার ট্যাবলেট-অপটিমাইজড

এ বছরের বিপুল আলোচিত “আই/ও” কনফারেন্সে গুগল তাদের ম্যাপস সেবার সম্পূর্ণ নতুন একটি সংস্করণ অবমুক্ত করে। দেরিতে হলেও সেই নতুন সংস্করণটি গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনেও রিলিজ করা হলো। এছাড়াও নতুন এই গুগল ম্যাপস এবার ট্যাবলেট ডিভাইসের জন্যও বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ফলে অ্যান্ড্রয়েড ট্যাবলেট এবং আইপ্যাড ব্যবহারকারীরা তাদের ডিভাইসে গুগল ম্যাপসের পূর্ণ এক্সপেরিয়েন্স পাবেন।

গুগল ম্যাপসের নতুন সুবিধাগুলোর প্রায় সবগুলোই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে যোগ করা হয়েছে। যদিও এর বেশিরভাগই বাংলাদেশে খুব একটা কাজে আসবে না (যেমন রিয়েল টাইম ট্রাফিক), তবুও বিভিন্ন দর্শনীয় স্থানের ত্রিমাত্রিক ভিউ ও অন্যান্য সুবিধাগুলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নতুন গুগল ম্যাপস অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে এখনই উপভোগ করতে পারবেন।

এছাড়াও গুগলের সাম্প্রতিক কেনা কোম্পানি Zagat এবং তাদের “অফার” সুবিধাটি কাজে লাগিয়ে নতুন গুগল ম্যাপসে বিভিন্ন রেস্টুরেন্টের রিভিউ এবং আশেপাশের বিভিন্ন স্থানের ডিসকাউন্ট সংক্রান্ত তথ্য সরবরাহ করা হচ্ছে গুগল ম্যাপসেই। অবশ্য গুগল তাদের “ল্যাটিচিউড” নামক রিয়েল-টাইম লোকেশন শেয়ারিং সুবিধাটি বন্ধ করে দিচ্ছে। এই সুবিধা পাবার জন্য ব্যবহারকারীদের ম্যাপস-এর পরিবর্তে গুগল প্লাস ফর অ্যান্ড্রয়েড ব্যবহারের পরামর্শ দিয়েছে কোম্পানিটি।

গুগল আরও জানিয়েছে, গুগল ম্যাপসের নতুনত্বের প্রায় পুরোটাই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে পুরে দেয়া হলেও আইওএস ব্যবহারকারীদের নতুন সব আপডেট পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে।

অতএব, অ্যান্ড্রয়েড ট্যাবলেট ডিভাইস থাকলে নতুন গুগল ম্যাপসের স্বাদ পেতে এখনই ডাউনলোড করে নিন গুগল ম্যাপস ফর অ্যান্ড্রয়েড।