১০.১-ইঞ্চি আকারের ডিসপ্লে সম্বলিত গ্যালাক্সি নোট-এর দ্বিতীয় সংস্করণ ৬ই অগাস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে স্যামসাং। কোরিয়ান কোম্পানিটি জানিয়েছে, সারা বিশ্বেই নতুন এই গ্যালাক্সি নোট পাওয়া যাবে।
১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর সম্বলিত গ্যালাক্সি নোট ১০.১-এ রয়েছে ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ১.৯ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২ গিগাবাইট র্যাম এবং এস পেন নামের স্টাইলাস যার মাধ্যমে ব্যবহারকারীরা সৃজনশীলতাকে বাস্তব রূপ দিতে পারবেন আরও দ্রুত। স্যামসাং জানিয়েছে, নতুন এই ৬.৫ মিলিমিটার এস পেনটি গ্যালাক্সি নোটের সঙ্গেই লাগানো থাকবে। এটি বের করলেই স্বয়ংক্রিয়ভাবে কিছু অ্যাপ্লিকেশন চালু হবে। এর মধ্যে রয়েছে এস নোট, এস প্ল্যানার, ক্রেয়ন ফিজিক্স, অ্যাডোবি ফটোশপ টাচ ইত্যাদি। ব্যবহারকারীরা পছন্দমতো কোন কোন অ্যাপ্লিকেশন চালু করতে হবে তাও নিজেরা ঠিক করে দিতে পারবেন।
মাল্টিটাস্কিংকে নতুন মাত্রা দিতে গ্যালাক্সি নোট ১০.১-এ যোগ করা হয়েছে মাল্টিস্ক্রিন সুবিধা। এর মাধ্যমে একই ডিভাইসে পাশাপাশি দু’টি অ্যাপ্লিকেশন চালানো যাবে। অর্থাৎ, স্ক্রিন দু’ভাগে ভাগ হয়ে দু’টি ভাগে দু’টি অ্যাপ্লিকেশন চলবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা আসল মাল্টিটাস্কিং-এর অভিজ্ঞতা পাবেন বলে আশা প্রকাশ করেছে স্যামসাং।
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে স্মার্ট স্টে, যা প্রথম গ্যালাক্সি এস থ্রি হ্যান্ডসেটে দেখা গেছে। এর মাধ্যমে ব্যবহারকারীর যতক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন ততক্ষণ এর আলো বন্ধ হবে না। ঘুমিয়ে পড়লে অথবা অন্য কোনো দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে নিজে নিজেই স্ক্রিন বন্ধ হয়ে যাবে। এছাড়াও রয়েছে পপ আপ প্লে যার মাধ্যমে যে কোনো কাজ করার সময় স্ক্রিনের যে কোনো অংশে ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা।
গ্যালাক্সি নোট ১০.১ এর উদ্বোধন উপলক্ষ্যে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসাং জানিয়েছে, প্রাথমিকভাবে ওয়াই-ফাই, থ্রিজি এবং পরবর্তীতে এলটিই কানেক্টিভিটি সম্বলিত ডিভাইস পাওয়া যাবে। এগুলো আপাতত কোরিয়া, জার্মানী, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাবে। তবে ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশেও গ্যালাক্সি নোট ১০.১ বাজারজাত করা হবে।
প্রাথমিকভাবে গ্যালাক্সি নোট ১০.১-এর দাম বিভিন্ন অনলাইন স্টোরে ৭৫০ ডলারের কাছাকাছি দেখা যাচ্ছে যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৬০ হাজারের কাছাকাছি।