স্মার্টফোন বাজারে গ্যালাক্সি এস৪ এর রাজত্ব প্রতিষ্ঠার পর এবার বছরের সবচেয়ে আকর্ষনীয় ফ্যাবলেট গ্যালাক্সি নোট ৩ ও বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। ধারণা করা হচ্ছে আইএফএ ২০১৩ এর ঠিক দুদিন আগেই অর্থাৎ ৪ সেপ্টেম্বরই স্যামসাং তাদের নতুন ডিভাইস গ্যালাক্সি নোট ৩ বাজারে ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
স্যামসাং গ্যালাক্সি নোট ৩
স্যামসাং গ্যালাক্সি নোট ৩ সম্পর্কে স্যামসাং এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও এরই মাঝে ডিভাইসটি নিয়ে বেশ কিছু গুজব ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগেই জানা গিয়েছিল গ্যালাক্সি নোট ৩ এর ডিসপ্লে আকৃতি হবে ৬ ইঞ্চি। কিন্তু ৬ ইঞ্চি প্রসস্ত ডিসপ্লে ব্যবহার করলে স্যামসাং এর নতুন গ্যালাক্সি মেগা সিরিজের আর কোন আলাদা তাৎপর্য থাকেনা। তাই ধারণা করা হচ্ছে স্যামসাং তাদের গ্যালাক্সি মেগা সিরিজকে আলাদা রাখতে এখন থেকে নোট সিরিজের ডিভাইসগুলো ৫.৮ ইঞ্চির উপরে করবেনা। অর্থাৎ আনুমানিকভাবে গ্যালাক্সি নোট ৩ – এ এবার থাকছে ৫.৭” আকৃতির সুপার AMOLED ডিসপ্লে।
এছাড়া 1080p তথা ফুল এইচডি রেজলুশনের পাশাপাশি এতে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগন ৮০০ চিপসেট। তবে এক্সিনস ৫ অক্টা প্রসেসর ব্যবহার করার গুজবটাও উড়িয়ে দেয়া যায়না কারন স্ন্যাপড্রাগন থেকে স্যামসাং এতদিন এক্সিনসকেই বেশি গুরুত্ব দিয়ে আসছে। তবে চিপসেট যেটাই ব্যবহার করা হোক না কেন, র্যাম যে ৩ গিগাবাইট থাকছে সেটা স্যামসাং নিজেরাই আভাস দিয়ে রেখেছে।
তৃতীয় জেনারেশনের স্যামসাং গ্যালাক্সি নোট ৩ এর আরেকটি চমক থাকছে এর ক্যামেরায় কারন এতে দেয়া হবে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এছাড়া ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেয়ার গুজবও শোনা যাচ্ছে। কিন্তু ভিডিও কল করার জন্য ৫ মেগাপিক্সেল ক্যামেরার অদৌ প্রয়োজন হবে কিনা সে ব্যাপারে স্যামসাং নিজেরাও সন্দিহান। এছাড়া শোনা যাচ্ছে এটি গ্যালাক্সি নোট ২ এর থেকে কিছুটা পাতলাও (৮ মিলিমিটার) হবে। এসবকিছুর বাইরেও গ্যালাক্সি এস৪ এর কিছু নতুন ফিচারও এর মাঝে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
তবে গুজব যাই হোক না কেন, স্যামসাং এর পক্ষ থেকে গ্যালাক্সি নোট ৩ এর ব্যাপারে এখনো কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তারপরও আইএফএ ২০১৩ এর আগে স্যামসাং যে কিছু চমক উপহার দেবে সেটা অনেকটাই নিশ্চিত। আপনার কী মনে হয় গ্যালক্সি এস৪ এর মত গ্যালাক্সি নোট ৩ ও ফ্যাবলেটের বাজারে রাজত্ব করতে পারবে ? আপনাদের মতামত জানাতে ভুলবেন না।