সনির নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস Honami নিয়ে তথ্য ফাঁস

কিছুদিন আগে একটি কানাডিয়ান টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে সি৬৯০৬ নামের একটি ডিভাইসের তথ্য জানা যায়। ধারনা করা হচ্ছে এটিই সনির নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস যার কোডনেম দেয়া হয়েছে “Honami”।

তবে এটিই সনির Honami কিনা সেটি এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। সি৬৯০৫ ডিভাইসটি “Honami” না হলেও এটিকে সবাই একই জেনারেশনের ডিভাইস হিসেবে মানছে। তাই একই ডিভাইস না হলেও এর স্পেসিফিকেশন যে প্রায় কাছাকাছি হবে এটুকু নিশ্চিত।

SONY Xperia Honami

সি৬৯০৬ ডিভাইসটির build.prop থেকে এর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। প্রথমত এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮০০ চিপসেট, এতে আরও রয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা যার রেজলুশন হবে ৫২৪৮x৩৯৩৬। তবে ডিভাইসটির সবচেয়ে আকর্ষনীয় ফিচার হলো এর ভিডিও রেকর্ডিং। কারন এটিই পৃথিবীর প্রথম মোবাইল ডিভাইস যার মাধ্যমে 4k অর্থাৎ ৪০০০x২০০০ রেজলুশনের ভিডিও ধারণ করা যাবে।

এদিকে সনি জানিয়েছে যে, তাদের Honami ডিভাইসটির জন্য তারা একটি সম্পূর্ন নতুন ক্যামেরা এপিআই তৈরি করেছে যার মাধ্যমে ক্যামেরার জন্য Bokeh, Info-eye, Manual, Socialcast, Timeshift ও Effect এর মত বেশ কিছু ফিচার যুক্ত করে নেয়া যাবে।

Info-eye হলো একটি ভিজুয়াল সার্চ অ্যাপ্লিকেশন যেটি একটি ইমেজ রিকগনিশট প্লাটফর্ম Kooaba এর উপর ভিত্তি করে বানানো হয়েছে। ধারণা করা হচ্ছে এটি নোকিয়ার Here City Lens অ্যাপ্লিকেশনটির মত যা ছবির মাধ্যমে যেকোন জায়গার তথ্য দিতে সক্ষম।

এছাড়া সনি এই ডিভাইসটির জন্য সম্পূর্ন নতুন একটি ইউজার ইন্টারফেস তৈরি করেছে যা তাদের আগের ইউআইগুলো থেকে সম্পূর্ন ভিন্ন।

আপনার কী মনে হয় Honami সনির বর্তমান ফ্ল্যাগশিপ ডিভাইস এক্সপেরিয়া জেড কেও ছাড়িয়ে যেতে পারবে ? আপনার মতামত জানাতে ভুলবেন না।