আজ থেকে বিক্রি শুরু হচ্ছে অ্যান্ড্রয়েড গেমিং কনসোল Ouya

পুরোপুরি এক বছরও হয়নি যখন অ্যান্ড্রয়েড-চালিত গেমিং কনসোল Ouya এর আইডিয়া নিয়ে কিকস্টার্টার-এ নতুন ক্যাম্পেইন শুরু করেন এর উদ্যোক্তারা। অনেকেই এই গেমিং কনসোলের সাফল্য নিয়ে সন্দিহান হলেও অবশেষে বাস্তবতার মুখ দেখে Ouya. আর তারই ধারাবাহিকতায় আজ থেকে এই অ্যান্ড্রয়েড-চালিত গেমিং কনসোলটির খুচরা বিক্রি শুরু হতে যাচ্ছে।

ফোর্বস জানিয়েছে, ইতোমধ্যেই জনপ্রিয় অনলাইন স্টোর অ্যামাজনে বিক্রি শেষ হয়ে গেছে এই ডিভাইসের, যার দাম ধরা হয়েছে মাত্র ৯৯.৯৯ ডলার। এছাড়াও এর সঙ্গে রয়েছে কম্প্যাটিবল কন্ট্রোলার যেগুলোর বিক্রয়মূল্য ৪৯.৯৯ ডলার।

তবে গেমিং বিষয়ক সাইট পলিগন জানিয়েছে, অ্যামাজনে বিক্রি শেষ হয়ে গেলেও কিকস্টার্টার-এ যারা আর্থিকভাবে সাহায্য করেছেন, তাদের অনেকেই এখন পর্যন্ত মূল ডিভাইসটি পাননি। যারা পেয়েছেন, তারাও ডেভেলপমেন্টের সময়ে ত্রুটিযুক্ত ডিভাইস পেয়েছেন। কিকস্টার্টার-এ মূলত বিভিন্ন আইডিয়া নিয়ে উদ্যোক্তারা প্রজেক্ট চালু করেন যেগুলো পছন্দ হলে সাধারণ মানুষ ফান্ড তৈরিতে সহায়তা করতে পারেন। কিকস্টার্টারের নিয়মানুসারে, কোনো প্রজেক্ট বাস্তবায়ন সম্ভব হলে ফান্ড তৈরিতে একটি বিশেষ অঙ্কের বেশি প্রদান করেছেন যেসব ব্যবহারকারী, তাদের সেই ডিভাইস দেয়ার নিয়ম রয়েছে। কিকস্টার্টারের কল্যাণেই বাস্তবতার মুখ দেখা এই কনসোল নির্মাতারা এখন পর্যন্ত যারা আর্থিক সহায়তা দিয়েছেন তাদেরকেই ডিভাইস না দিয়ে বাজারে বিক্রি শুরু করার কারণে অনেকেই এদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

Ouya গেমিং কনসোলটি অনেকটা অন্যান্য গেমিং কনসোলের মতোই যেটি টিভি বা মনিটরের সঙ্গে সংযুক্ত করে গেম খেলা সম্ভব। এতে রয়েছে ফাইনাল ফ্যান্টাসি ৩-এর মতো বিনামূল্যে খেলা যাবে এমন ১৭০টিরও বেশি গেম। এছাড়াও Twitch.tv, TuneIn এবং Plex-এর স্ট্রিমিং সেবা পাওয়া যাবে এই কনসোলে। পাশাপাশি গেম ডেভেলপাররাও গেম তৈরি ও টেস্ট করতে পারবেন এই কনসোলের মাধ্যমে।

Ouya গেমিং কনসোলে রয়েছে ১.৭ গিগাহার্জ করটেক্স এ৯ কোয়াড-কোর প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, এনভিডিয়া টেগরা ৩ এবং এইচডি (৭২০পি ও ১০৮০পি) ভিডিও আউটপুট। অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন চালিত এই কনসোলে রয়েছে ওয়াই-ফাই, ইথারনেট পোর্ট এবং ব্লুটুথ ৪.০।

এতোদিন ধরে কেবল আলোচনায়ই সীমাবদ্ধ থাকা এই কনসোল এবার সাধারণ গেমারদের হাতে এসে পৌঁছলেই জানা যাবে গেমারদের তৃষ্ণা আসলেই কতটুকু মেটাতে পারবে Ouya.