অ্যান্ড্রয়েড চালিত ট্যাবলেট কম্পিউটারের চাহিদা দিন দিন বেড়ে চলার পাশাপাশি এর দামও দিনের পর দিন কমে যাচ্ছে। তবে দাম অনেকাংশ কমে গেলেও এখনো সেটা অনেকের হাতের নাগালে এসে পৌছায়নি। আর তাদের কথা চিন্তা করেই ট্যাবলেট বিক্রেতারা নিয়ে আসছে “Clearance Sale” অফার।
“Clearance Sale” এর মাধ্যমে মূলত বিক্রেতারা তাদের স্টক ক্লিয়ার করে থাকেন। অর্থাৎ নতুন প্রোডাক্টগুলোর জন্য জায়গা করে দিতে আগের প্রোডাক্টগুলো কম দামে বিক্রি করে দেয়াটাই “Clearance Sale”। ফলে ক্রেতারা আগের প্রোডাক্টগুলো অবিশ্বাস্য কম দামে কিনে নেয়ার সুযোগ পান।
আর এবার ক্রেতাদের জন্য সেই অফার নিয়ে এলো Gadget Gang 7। এর আগেও গ্যাজেট গ্যাং ৭ বেশ কয়েকবার এমন অফার দিলেও তাদের এবারের অফারটিই ক্রেতাদের মাঝে সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে। কারন এবার তারা মাত্র ৫,৭০০ টাকা থেকে ৯,৭০০ টাকার মাঝে কোয়াড কোর, ডুয়াল কোর এবং সিঙ্গেল কোর সহ সবরকমের ট্যাবই দিচ্ছে।
সিঙ্গেল কোর ডিভাইসের মাঝে সবচেয়ে কম দামে অর্থাৎ ৫,৭০০ টাকায় থাকছে Ainol Novo 7 Elf। এরপরই ৬,৭০০ টাকায় থাকছে Ainol Novo 7 Aurora। ডুয়াল কোরের তালিকায় থাকছে Ainol Novo 7 Elf 2 এবং Ainol Novo 7 Crystal যেগুলোর দাম রাখা হয়েছে যথাক্রমে ৭,৭০০ টাকা এবং ৮,৭০০ টাকা। আর সবশেষে চমক হিসেবে রয়েছে অফারের একমাত্র কোয়াড কোর প্রসেসর সম্বলিত ট্যাবলেট Ainol Novo 7 Venus যা পাওয়া যাবে মাত্র ৯,৭০০ টাকায়। এর বাইরেও বোনাস হিসেবে রয়েছে Ramos W17 Pro এবং Ramos W22 Pro।
প্রসেসর এর কথা তো উপরেই বলা হলো এবার সংক্ষেপে ট্যাবগুলোর অন্যান্য সাধারন কনফিগারেশন জেনে নেয়া যাক। প্রতিটি ট্যাবলেটেই থাকছে অন্তত ২ মেগাপিক্সেলের ক্যামেরা যার মাঝে আইনল নভো ৭ ভেনাস ও রামোস ডব্লিউ ২২ প্রো তে থাকছে ডুয়াল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য ওয়াইফাই ও থ্রিজি ডঙ্গল লাগিয়ে ইন্টারনেট ব্যবহারের সুবিধাও রয়েছে। পাশাপাশি ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সপান্ডেবল মাইক্রো এসডি কার্ড স্লটও থাকছে। এছাড়া সবগুলো ট্যাবলেটেই মিনি এইচডিএমআই পোর্টও রয়েছে যার সাহায্যে ১০৮০ পিক্সেলের ভিডিও দেখা সম্ভব। আর ৫ পয়েন্ট ক্যাপাসিটিভ ডিসপ্লে তো আছেই।
আর যেহেতু এটি “Clearance Sale” তাই ডিভাইসগুলো ক্রয়ের ক্ষেত্রে কিছু শর্তও রয়েছে। প্রথমত এসব ডিভাইস ক্রয়ের ক্ষেত্রে হোম ডেলিভারি প্রযোজ্য নয়। অর্থাৎ কিনতে চাইলে আপনাকে গ্যাজেট গ্যাং ৭- এ গিয়েই কিনতে হবে। এসব ট্যাবের ক্ষেত্রে কোন প্রকার বুকিং কিংবা প্রি-অর্ডারও নেয়া হবেনা। আর সবগুলো ট্যাবেই দেয়া হবে ৬ মাসের সার্ভিসিং ওয়ারেন্টি।
তবে গ্যাজেট গ্যাং ৭ এর এই অফার চলবে শুধুমাত্র স্টক থাকা পর্যন্তই। গত ২২ শে জুন থেকে অফারটি শুরু হয় এবং স্টক শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অফার চলবে। তাই এই অফার পেতে দেরি না করে ঘুরে আসুন গ্যাজেট গ্যাং ৭ থেকে।