এতোদিন কেবল ছবি শেয়ার করার জন্য পরিচিত হলেও এবার ইন্সট্যাগ্রাম ছবির পাশাপাশি ভিডিও শেয়ার করার সুবিধাও চালু করলো। গত বৃহস্পতিবার তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে, এখন থেকে তাদের ১৩০ মিলিয়ন মাসিক ব্যবহারকারীদের সবাই ১৫ সেকেন্ডের ভিডিও শেয়ার করতে পারবেন। এছাড়াও তারা আরো ১৩টি নতুন ফিচারের ঘোষণা দেয়।
ভিডিও শেয়ার করার সুবিধাটি গত বৃহস্পতিবারেই বিশ্বব্যাপী Instagram এর অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের কাছে একটি আপডেট এর মাধ্যমে পৌছে যায়। আপডেটের পর অ্যাপ্লিকেশনটি দেখতে অনেকটা আগের মতই রয়েছে কেবল একটি মুভি আইকন যুক্ত করা হয়েছে যার মাধ্যমেই মূলত ভিডিও রেকর্ড শেয়ার করা যায়।
Instagram -কে কিনে নেয়া ফেসবুকের হেডকোয়ার্টারে একটি অনুষ্ঠানে অ্যাপ্লিকেশনটির এই পরিবর্তনগুলো ঘোষণা করেন Instagram এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও কেভিন সিসট্রম।
নতুন এই সুবিধায় Instagram -এ ৩ থেকে ১৫ সেকেন্ডের পরিসরের যেকোন ভিডিও শেয়ার করা যাবে। তবে এর মূল আকর্ষণ হলো ভিডিও করার পর, কারণ এতে থাকছে ভিডিও সম্পাদনার জন্য ১৩ টি নতুন ফিল্টার। কনট্রাস্ট কিংবা কালার সেট করাই নয়, এতে হাত কাঁপার ফলে কাঁপা কাঁপা ভিডিও ঠিক করার সুবিধা ইমেজ স্ট্যাবিলাইজেশনও রয়েছে।
তবে আপাতত শুধুমাত্র Instagram অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেই ভিডিও শেয়ার করা যাবে, ফোনের ক্যামেরা দিয়ে ধারণ করা কোন ভিডিও আপলোড করার কোন অপশন দেয়া হয়নি।
উল্লেখ্য গত ২ বছরে Instagram প্রায় ১৬ বিলিয়ন ছবি হোস্ট করেছে। প্রতিদিন তাদের ছবিতে ১ বিলিয়ন লাইক আসছে এবং প্রতি মাসে ১৩০ মিলিয়ন মানুষ এটি ব্যবহার করছে। ছবি শেয়ার করা নিয়ে ইন্সট্যাগ্রামের জনপ্রিয়তা আকাশচুম্বী হওয়ার পর “ভাইন” নামে আরেকটি সেবা জনপ্রিয়তা পেতে শুরু করে। ভাইন কেবল ভিডিও শেয়ার করার সুবিধা নিয়েই আইফোনের জন্য অ্যাপ স্টোরে আসে। অনেকেই বলছেন, ভাইনের জনপ্রিয়তাই ইন্সট্যাগ্রামকে ভিডিও রেকর্ড ও শেয়ারের সুবিধা যোগ করায় উৎসাহিত করেছে।
ইন্সট্যাগ্রামে ভিডিও শেয়ার করেছেন কি?