মজিলা ফাউন্ডেশনের তৈরি নতুন ধরনের স্মার্টফোন অপারেটিং সিস্টেম ফায়ারফক্স ওএস-চালিত প্রথম দু’টি স্মার্টফোন এখনও সাধারণ ক্রেতাদের নাগাদে আসেনি। কিন্তু এরই মধ্যে খবর শোনা যাচ্ছে যে, ফায়ারফক্স ওএস-চালিত ফায়ারফক্স ট্যাবলেট তৈরি করতে কাজ করছে Hon Hai নামের একটি প্রতিষ্ঠান।
বয় জিনিয়াস রিপোর্টের বরাত দিয়ে ইয়াহু নিউজ জানিয়েছে, অ্যাপলের আইফোন ও আইপ্যাড প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন সম্প্রতি নিজেদের উদ্যোগে স্মার্টফোন ও ট্যাবলেট তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে। স্মার্টফোন ও ট্যাবলেট বাজারে অ্যাপলের চাহিদা কমতে থাকায় ফক্সকন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
রয়টার্স জানিয়েছে, সেই সিদ্ধান্ত অনুসারেই ফক্সকনের প্যারেন্ট কোম্পানি Hon Hai মজিলার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ফায়ারফক্স ওএস-চালিত ফায়ারফক্স ট্যাবলেট বাজারে আনার কথা ভাবছে।
রয়টার্স তাদের সূত্র অনুসারে জানিয়েছে, জুনের ৩ তারিখেই এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যাবে। কাজেই আগ্রহীদের খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।
ফায়ারফক্স ওএস-চালিত ডিভাইসের অন্যতম প্রধান সুবিধা হবে তুলনামূলক কম দাম। সেই হিসেবে ফায়ারফক্স ওএস-চালিত ট্যাবলেটের দামও তুলনায় কম হবে বলে ধারণা করা যায়। ট্যাবলেটের বাজার উর্ধ্বমুখী হলেও ফায়ারফক্স ওএস-চালিত ট্যাবলেট আসলেই বাজারমাত করতে পারবে কি না তা-ই এখন দেখার বিষয়।