WebP ফরম্যাটের ছবি লোডিংয়ে ৫০% ব্যান্ডউইথ বাঁচাচ্ছে গুগল

গুগল প্লাসের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন যারা, তারা জানলে অবাকই হবেন যে, গত দেড়মাস ধরে অ্যান্ড্রয়েডের গুগল প্লাস অ্যাপ্লিকেশনে যেসব ছবি লোড হচ্ছে, তার সবই গুগলের নিজস্ব WebP ফরম্যাটের ছবি। জেপিজি বা জেপেগ ফরম্যাটের ছবির বদলে নতুন এই ফরম্যাটের ছবি সরবরাহ করার মাধ্যমে গুগল নিজেদের ও ব্যবহারকারীদের ৫০% ব্যান্ডউইথ বাঁচিয়েছে বলে সম্প্রতি আই/ও কনফারেন্সে জানিয়েছে গুগল।

এবারই প্রথম গুগল চুপিসারে নতুন ফরম্যাটের ছবি সরবরাহ করছে না। এর আগে ক্রোম ওয়েব স্টোরেও চুপিসারেই নতুন ফরম্যাটের ছবি চালু করে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পিএনজি ফরম্যাটের তুলনায় ফাইল সাইজে ৩০% কম জায়গা নেয় WebP ফরম্যাটের ছবি। এ কারণেই তারা তাদের ক্রোম স্টোরে এবং সম্প্রতি অ্যান্ড্রয়েডে গুগল প্লাস অ্যাপ্লিকেশনে নতুন ফরম্যাটের ছবি ব্যবহার শুরু করেছে। আগামী বছরের মধ্যেই গুগলের ইমেজ সার্চসহ অন্যান্য সেবায়ও নতুন ফরম্যাটের ছবি ব্যবহার করা শুরু করার পরিকল্পনা রয়েছে গুগলের।

তবে ওয়েবপি ফরম্যাটের ছবি এখন পর্যন্ত কেবল ক্রোম, অ্যান্ড্রয়েড ও অপেরায় সাপোর্ট করে। গুগল জানিয়েছে, আগামী বছর নাগাদ মজিলা ফায়ারফক্সও এই ফরম্যাট সাপোর্ট করতে পারে।

গুগল প্রচুর পরিমানে ছবি ও ভিডিও তাদের ডেটাসেন্টার থেকে সরবরাহ করে থাকে। এতে ব্যান্ডউইথের পেছনে ব্যবহারকারীর পাশাপাশি গুগলের নিজেরও রয়েছে প্রচুর খরচ। গুগল নিজেদের ও ব্যবহারকারীদের খরচ কমাতেই ব্যান্ডউইথ-সাশ্রয়ী এসব ফরম্যাটের ব্যবহার শুরু করছে। এর আগে গুগল ঘোষণা করেছে, আগামী বছরের মধ্যেই ইউটিউবে WebM ফরম্যাটের VP9 কোডেক ভিডিও সরবরাহ করা শুরু করবে যা একই ব্যান্ডউইথে দ্বিগুণ রেজুলেশনের ভিডিও স্ট্রিম করতে পারবে। ফলে দুর্বল গতির ইন্টারনেট ব্যবহারকারীরাও উপভোগ করতে পারবেন ইউটিউব ভিডিও।

তবে এই ওয়েবপি ও ওয়েবএম ফরম্যাটগুলোর চল ও জনপ্রিয়তা বাড়াতে গুগলকে এখনও অনেকদূর যেতে হবে বলেই অভিমত বিশেষজ্ঞদের।