গুগল প্লে গেম সার্ভিস-এর ঘোষণা দিলো গুগল

এ বছর শুরু হওয়া গুগল আই/ও কনফারেন্সেই অ্যান্ড্রয়েড গেমারদের জন্য গুগল ঘোষণা করলো গুগল প্লে গেম সার্ভিস নামের নতুন এক সুবিধা। নতুন এই সুবিধাটি অ্যান্ড্রয়েড গেমারদের মাল্টিপ্লেয়ার সুবিধা ও স্কোর সরাসরি ক্লাউডে রাখার মতো বেশ কিছু দারুণ সেবার দরজা খুলে দেবে।

ক্রস-প্ল্যাটফর্ম হওয়ায় রিয়েল-টাইম ম্যাচমেকিং ছাড়া প্রায় সব ফিচারই ডেভেলপাররা চাইলে শুধু অ্যান্ড্রয়েডই নয়, একে iOS কিংবা ওয়েবেও ব্যবহার করতে পারবেন। এ সম্পর্কে গুগলের প্রোডাক্ট ম্যানেজার গ্রেগ বলেন, “আমরা আমাদের সার্ভিস যথাসম্ভব মানুষের কাছে পৌছে দিতে চাই।”

শোনা যাচ্ছে গুগল প্লাসের সাথে সার্ভিসটি সংযুক্ত থাকবে, ফলে গুগল প্লাস থেকেই গেমের লিডারবোর্ড দেখা যাবে। এছাড়াও মাল্টিপ্লেয়ার গেমে আমন্ত্রণ জানাতে গুগল প্লাস সার্কেল থেকেই বন্ধুদের বেছে নিতে হবে। সেক্ষেত্রে আপনার বন্ধুকেও অবশ্যই গুগল প্লাসে থাকতে হবে। গুগল প্লে গেম সার্ভিস নিয়ে কাজ করার জন্য একটি সফটওয়্যার ডেভলপার কিটও রিলিজ দেয়ার ঘোষণা দিয়েছে গুগল যা আজ থেকেই পাওয়া যাবে।

এই সার্ভিসের ফলে এখন একজন গেমারকে আর গেম ডাটা ব্যাকআপ রাখা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না কারণ একজন ইউজারের সব ডিভাইসের জন্য একই গেম ডাটা ক্লাউডে সংরক্ষিত হবে। আপনি আপনার ফোন, ট্যাব কিংবা যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে কোন গেম খেলার পর আপনার অন্য কোন অ্যান্ড্রয়েড ডিভাইসে একই গেম খেলতে গেলে আগের ডিভাইসে ঠিক যেখানে সেভ করেছেন সেখান থেকেই গেমটি শুরু হবে। অর্থাৎ আপনি চাইলে মোবাইলে একটি লেভেল শেষ করে পরবর্তী লেভেল ট্যাবে খেলতে পারবেন।

গুগল জানিয়েছে, গুগল প্লে সার্ভিসেস-এর একটি আপডেট আজ থেকেই প্লে স্টোরে মুক্তি দেয়া হচ্ছে। এই আপডেটটি শিগগিরই সব অ্যান্ড্রয়েড ডিভাইসে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

গুগল প্লে গেম সার্ভিস সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না।