ঠিক যেমনটা শোনা যাচ্ছিল, গুগল তাদের সবচেয়ে বড় আয়োজন আই/ও কনফারেন্সে কিছুক্ষণ আগে ঘোষণা করলো স্যামসাং গ্যালাক্সি এস৪-এর “গুগল এডিশন”। অবশ্য গুগল গ্যালাক্সি এস৪-কে গুগল এডিশন বলে আখ্যায়িত করেনি। কিন্তু তাতে কি, এতে চলবে স্টক অ্যান্ড্রয়েড। গুগলের মতে, নেক্সাস এক্সপেরিয়েন্স পাওয়া যাবে এই গ্যালাক্সি এস৪-এ।
স্টেজে গুগল ঘোষণা করেছে, এলটিই সুবিধা-সম্পন্ন এই গ্যালাক্সি এস৪ ১৬ গিগাবাইট সংস্করণ। বুটলোডার আনলকড অবস্থায় এটি গুগল প্লে স্টোর ও টি-মোবাইল ক্যারিয়ারের আওতায় বিক্রি করা হবে। আগামী ২৬শে জুন থেকেই মাত্র ৬৪৯ ডলারে গুগল প্লে স্টোর থেকে গ্যালাক্সি এস৪-এর গুগল সংস্করণটি কিনতে পারবেন ক্রেতারা।
স্যামসাং গ্যালাক্সি এস৪ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। ইতোমধ্যেই অ্যান্ড্রয়েড নিয়ে আগ্রহী প্রায় সবাই জেনে গেছেন স্যামসাং গ্যালাক্সি এস৪-এর স্পেসিফিকেশন ও অন্যান্য প্রায় সব তথ্য। এটি স্যামসাং-এর তৈরি সেই গ্যালাক্সি এস৪-ই। তাই নতুন করে স্পেসিফিকেশন জানার কিছু নেই। এর পার্থক্য হলো, এটিতে স্টক অ্যান্ড্রয়েড দেয়া আছে, বুটলোডার আনলকড অবস্থায়ই বিক্রি করা হবে এবং ব্যবহারকারীরা নিয়মিত অ্যান্ড্রয়েড আপডেট পাবেন।
তবে অ্যান্ড্রয়েডের কোন সংস্করণে এটি বাজারে আসবে সে ব্যাপারে এখনও কিছু বলেনি গুগল।