সম্প্রতি অ্যান্ড্রয়েড বিষয়ক একটি ব্লগ জানিয়েছে, গুগল প্লে সার্ভিসেস-এর একটি নতুন আপডেট রিলিজ করেছে গুগল যেটায় রয়েছে গুগল প্লে গেমস নামের সম্পূর্ণ নতুন একটি সেবা। সূত্রমতে, নতুন এই আপডেটে ব্যবহারকারীদের কাছে গেম সংক্রান্ত অনেকগুলো সুবিধা নিয়ে আসছে গুগল।
এই মূহুর্তে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে সার্ভিসেস-এর v3.0.27 সংস্করণটি চলছে। কিন্তু নতুন আপডেট v3.1.36-কে বলা হচ্ছে একটি মেজর আপডেট। এই আপডেটের মাধ্যমে গুগল প্লে গেমস-এর সূচনা ঘটতে যাচ্ছে। গুগল প্লে গেমস সুবিধার মাধ্যমে আপনি বিভিন্ন গেমসের স্কোর সরাসরি গুগল অ্যাকাউন্টেই সেভ করতে পারবেন। এছাড়াও মাল্টিপ্লেয়ার গেমিং, লিডারবোর্ড স্কোর ইত্যাদি গেম সংক্রান্ত যাবতীয় বিষয় আপনার গুগল অ্যাকাউন্ট ও গুগল প্লাস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে দেয়ার লক্ষ্যেই গুগল মূলত নতুন এই আপডেটটি রিলিজ করছে।
সাধারণত গেম খেলার ক্ষেত্রে নির্দিষ্ট গেমে অ্যাকাউন্ট করে নিতে হয়, যে ক্ষেত্রে প্রতিটি গেমের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা বেশ বিরক্তিকর হয়ে উঠতে পারে। এছাড়া টাইটানিয়াম ব্যাকআপ প্রো-এর মতো অ্যাপ্লিকেশন ব্যবহার করে গেম ডেটা ও স্কোর সহ সব ব্যাকআপ নেয়া গেলেও তা সরাসরি ক্লাউডে রাখার কোনো উপায় নেই।
গুগল প্লে গেমস চালু হলে ব্যবহারকারীরা তাদের ডিভাইসে খেলা বিভিন্ন গেমের স্কোর সরাসরি গুগল অ্যাকাউন্টেই সেইভ করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। এতে করে মাল্টিপ্লেয়ার সুবিধাসম্পন্ন গেমগুলো খেলতে যেমন সুবিধা হবে, তেমনি গুগল অ্যাকাউন্টে লগইন করেই বিভিন্ন গেমের স্কোর ফিরে পাওয়া যাবে। যদিও কিছু কিছু ডেভেলপাররা ইতোমধ্যেই গুগল প্লে সার্ভিসেস-এর নতুন এপিকে ফাইলটি পেয়ে গেছেন, সূত্র জানিয়েছে, এটি ধীরে ধীরে সব ব্যবহারকারীর ডিভাইসে পাঠাচ্ছে গুগল।
তবে আপনার ডিভাইসে এখনও গুগল প্লে সার্ভিসেস আপডেট না হলে ম্যানুয়ালি আপডেট করার কোনো উপায় নেই। গুগল প্লে স্টোরের মতোই গুগল প্লে সার্ভিসেস অ্যাপ্লিকেশনও প্লে স্টোর থেকে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে। যখন আপডেট হয়ে যাবে, তখন উপরের ছবির মতো আপনার অ্যাপ্লিকেশন ড্রয়ারে গুগল প্লে গেমস-এর আইকন দেখতেই পাবেন!