৩১শে আগস্ট ২০১২ থেকে শুরু হচ্ছে ৬ দিনব্যাপী আইএফএ ট্রেড শো ২০১২। জার্মানীর বার্লিনে এই বিশাল আসর বসতে যাচ্ছে। আর একে উদ্দেশ্য করে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির অভ্যন্তরে চলছে নানা প্রস্তুতি। ১৯২৪ সাল থেকে চলে আসা এই আয়োজনে প্রযুক্তি পণ্য প্রস্তুতকারকরা তাদের নতুন সব পণ্যের প্রদর্শনীর ব্যবস্থা করেন যেখানে ভোক্তারা ভবিষ্যতে তারা কী পেতে যাচ্ছেন তা চেখে দেখতে পারেন।
আইএফএ বার্লিন, যাকে বার্লিন রেডিও শো বলেও ডাকা হয়, এটি জার্মানীর অনেক পুরনো একটি শিল্প প্রদর্শনী। ১৯২৪ সাল থেকে ১৯৩৯ সাল পর্যন্ত প্রতি বছর এবং এরপর থেকে প্রতি ২ বছরে একবার করে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। তবে ২০০৫ সাল থেকে আবার প্রতি বছর এই প্রদর্শনীর আয়োজন করা হয়। বর্তমানে এটি অন্যতম লিডিং একটি প্রযুক্তিপণ্যের প্রদর্শনী যেখানে নতুন পণ্য দেখানোর জন্য বছরব্যাপী প্রস্তুতি নিতে থাকে প্রস্তুতকারকরা।
প্রতি বছরের মতো এবারও ৩১শে আগস্ট থেকে বার্লিনের প্রদর্শনী কেন্দ্র মুখরিত হবে উৎসুক ভোক্তাদের পদচারণায় আর সাজানো থাকবে আগামী দিনের সব প্রযুক্তি পণ্য। এই উপলক্ষ্যে অনেক কোম্পানিই আগে থেকেই নতুন নতুন পণ্যের ইঙ্গিত দিয়ে রেখেছে যার মধ্যে রয়েছে স্যামসাং গ্যালাক্সি ক্যামেরা ও সনি এক্সপেরিয়া ট্যাবলেট ও টিএক্স। এছাড়াও আরও অনেক কোম্পানিই তাদের আগামী দিনের পণ্যগুলো দেখার জন্য আইএফএ ২০১২-এর ইঙ্গিত দিয়েছে।
৩১শে আগস্ট থেকে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত বার্লিনের আইএফএ প্রদর্শনীতে মুক্তি পাবে নতুন নতুন অনেক পণ্য। তার মধ্য থেকে অ্যান্ড্রয়েড জগতের যেসব পণ্যের নতুন সংযোজন ঘটবে, তা সবার আগে আমরাই জানাবো আমাদের পাঠকদের। তাই অ্যান্ড্রয়েড কথনের সঙ্গেই থাকুন, আর জেনে নিন অ্যান্ড্রয়েড জগতের সর্বশেষ সব খবর।