পানি-প্রতিরোধক গ্যালাক্সি এস ৪ আসতে পারে

সাম্প্রতিক অ্যান্ড্রয়েড বাজারে সবচেয়ে বড় তিন প্রতিদ্বন্দ্বী হলো এইচটিসি ওয়ান, গ্যালাক্সি এস ৪ এবং এক্সপেরিয়া জেড। এই ডিভাইসগুলোর মধ্যে এক্সপেরিয়া জেড-এর বিশেষত্ব হলো IP57 সার্টিফিকেশন যা নিশ্চিত করে যে এই ডিভাইসটি পরিপূর্ণভাবে ধূলা ও পানি প্রতিরোধক। এখন পর্যন্ত এই ৩টি ডিভাইসের মধ্যে এক্সপেরিয়া এই দিক দিয়ে এগিয়ে থাকলেও শিগগিরই হয়তো এই বিশেষত্বও হাত করে নিচ্ছে স্যামসাং। সম্প্রতি জানা গেছে, গ্যালাক্সি এস ৪-এর পানি প্রতিরোধক একটি সংস্করণ আগামীতে আসতে পারে।

এক প্রশ্নোত্তর পর্বে স্যামসাং গালফ-এর প্রেসিডেন্ট বলে ফেলেছেন যে, পানি-প্রতিরোধক স্যামসাং গ্যালাক্সি এস ৪ এর কাজ চলছে। তবে এই বিষয়ে তিনি আর কিছু জানাননি কিংবা অন্য কোনো সূত্রেও কোনো তথ্য জানা যায়নি।

এবারই প্রথম স্যামসাং গ্যালাক্সি এস ৪-এর পানি-প্রতিরোধক আলাদা সংস্করণের কথা শোনা যাচ্ছে। যদিও এটি সত্য কি না সে ব্যাপারে এখনও কিছুই বলা যাচ্ছে না, তবে ধরেই নেয়া যেতে পারে যে, বিশ্বের এক নম্বর স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে তাদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী এক্সপেরিয়া জেড-এর সবচেয়ে বড় বিশেষত্বটিই হাতিয়ে নেয়ার।

যদি তা-ই হয়, তাহলে এক্সপেরিয়া জেড-এর বাজার কিছুটা কমে যেতেই পারে। আপনার কী মতামত?