নেক্সাস ১০-এর প্রতিদ্বন্দ্বী “রোমা” আনতে পারে স্যামসাং

স্যামসাং তাদের অ্যান্ড্রয়েড চালিত ট্যাবলেট আর ফোন একের পর এনেই চলেছে। সাম্প্রতিক গ্যালাক্সি মেগা সিরিজ ঘোষণা করার পর এবার গুজব রটেছে নতুন তিনটি গ্যালাক্সি ট্যাবলেটের; যার মধ্যে একটি হাই-এন্ড ডিভাইস থাকতে পারে যেটি গুগলের নেক্সাস ১০ ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে শোনা যাচ্ছে।

ফাঁস হওয়া তথ্যমতে, গ্যালাক্সি “রোমা” নামের একটি হাই-এন্ড ১০.১ ইঞ্চি ট্যাবলেটের পাশাপাশি গ্যালাক্সি ট্যাব ৩-এর ১০.১ এবং ৮ ইঞ্চির দু’টি ভ্যারিয়েন্ট বাজারে আনতে যাচ্ছে স্যামসাং।

গ্যালাক্সি ট্যাব ৩-এর ট্যাবলেটগুলোয় অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন সহ ১.৫ গিগাহার্জ ডুয়াল কোর প্রসেসর, ৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 1,280×800 পিক্সেল রেজুলেশন থাকার কথা জানা গেছে।

অন্যদিকে ১০.১ ইঞ্চি আকারের গ্যালাক্সি ট্যাব ৩-এ ১ গিগাবাইট র‌্যাম থাকতে পারে যেখানে ৮ ইঞ্চি ট্যাবে ২ গিগাবাইট র‌্যাম দেয়ার কথা জানা গেছে। এছাড়াও ১০.১ ইঞ্চি আকারের ট্যাব ৩-এ ১৬ গিগাবাইট স্টোরেজ ও মাইক্রোএসডি কার্ডের সুবিধা থাকার কথা জানা গেছে।

অন্যদিকে “রোমা” কোডনেমের আরেকটি ১০ ইঞ্চি স্যামসাং ট্যাবলেটের কথা জানিয়েছে একটি সূত্র যেটি চলবে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিনে এবং যার পিক্সেল রেজুলেশন হবে 2,560×1,600 পিক্সেল। এছাড়াও এতে ১.৭ গিগাহার্জ ডুয়েল কোর স্যামসাং এক্সিনস ৫ প্রসেসর থাকার কথা বলা হচ্ছে।

ফাঁস হওয়া অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে এর ২ গিগাবাইট র‌্যাম, মালি-টি৬০৪ জিপিইউ, এসডি কার্ড স্লট সুবিধাসহ ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং পেছনে ৫ ও সামনে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা। সূত্র বলছে, গুগলের নেক্সাস ১০, যেটি তৈরি করেছে স্যামসাং নিজেই, এই ডিভাইসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই “রোমা” বাজারে আনতে যাচ্ছে স্যামসাং।

মাইক্রোএসডি কার্ড সুবিধা থাকায় গুগলের নেক্সাস ১০-এর চেয়ে আসলেই ভালো একটি ডিভাইস হতে পারে ফাঁস হওয়া এই “রোমা”, যদি আসলেই এই স্পেসিফিকেশন ঠিক থাকে, এমনটাই মন্তব্য করেছে সিনেট। এখন দেখার বিষয় এই যে, গ্যালাক্সি ট্যাব এর মতোই অতিরিক্ত দামে বিক্রি করতে চায় কি না স্যামসাং। কেননা, গুগল নেক্সাস ১০ এর সঙ্গে টেক্কা দিতে হলে দামের বিষয়টি সবসময়ই মাথায় রাখতে হবে যে কোনো কোম্পানিকে।

আপনি কিনতে গেলে গুগল নেক্সাস ১০ পছন্দ করবেন নাকি স্যামসাং-এর সমপর্যায়ের কোনো ট্যাবলেট?