ফায়ারফক্স ওএস ডেভেলপার ফোন আসছে আগামী সপ্তাহেই

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামী সপ্তাহ নাগাদ মোজিলার ফায়ারফক্স ওএস সমর্থিত ডেভেলপার ফোন বাজারে ছাড়ছে গিকসফোন। আজ গিকসফোন ইমেইল সাবস্ক্রাইবারদের নিকট ইমেইলে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। দুইটি ভিন্ন মডেলে বিদ্যমান ফোন দুইটি (কিওন ও পিক) দ্বারা অ্যাপ্লিকেশন ডেভেলপারগণ আসল ডিভাইসে অ্যাপ্লিকেশন টেস্ট করার স্বাদ নিতে পারবেন। ফোন দুইটি গিকসফোনের অনলাইন স্টোর থেকে বিশ্বব্যাপী শিপ করা হবে বলে মেইলে জানানো হয়েছে।

কিওন (Keon)

কিওন হল এন্ট্রি লেভেল ফায়ারফক্স ওএস ডেভেলপার ফোন। অ্যাপ্লিকেশন টেস্ট করার জন্য যথেষ্ট পারফরম্যান্স নিশ্চিত করার পাশাপাশি দৈনন্দিন কাজের মুঠোফোন হিসেবেও এটি দারুণ। এতে থাকছে,

  • প্রসেসর: কোয়ালকম স্নাপড্রাগন S1 7225AB ১ গিগাহাটর্জ
  • র‍্যাম: ৫১২ মেগাবাইট
  • রম: ৪ গিগাবাইট
  • স্ক্রিন: ৩.৫ ইঞ্চি HVGA মাল্টিটাচ
  • ক্যামেরা: ৩ মেগাপিক্সেল
  • নেটওয়ার্ক সাপোর্ট:
    • UMTS 2100/1900/900 (3G HSPA)
    • GSM 850/900/1800/1900 (2G EDGE)
  • ব্যাটারি: 1580 mAh

এছাড়াও এতে থাকছে মাইক্রোএসডি কার্ড স্লট, ওয়াই ফাই (এন), এফ এম রেডিও, জিপিএস এবং ব্লু-টুথ। জি-সেন্সর, লাইট ও প্রক্সিমিটি সেন্সর তো থাকছেই! দাম পড়ছে ৯১ ইউরো।

পিক (Peek)

পিক হল একটি হাই-এন্ড ফায়ারফক্স ওএস ডেভেলপার ফোন। অধিক শক্তিশালী প্রসেসর ও ক্যামেরা সমৃদ্ধ হাইএন্ড ফোন-প্রেমিক ডেভেলপারদের জন্য আদর্শ। যারা একধাপ এগিয়ে থাকতে চান, পিক তাদেরই জন্য! দেখে নিন পিকে কী রয়েছেঃ

  • প্রসেসর: কোয়ালকম স্নাপড্রাগন S4 8225 ১.২ গিগাহার্টজ (ডুয়েল কোর)
  • র‍্যাম: ৫১২ মেগাবাইট
  • রম: ৪ গিগাবাইট
  • স্ক্রিন: ৪.৩ ইঞ্চি কিউএইচডি আইপিএস মাল্টিটাচ
  • ক্যামেরা: ৮ মেগাপিক্সেল (পেছনে, ফ্ল্যাশসহ) ও ২ মেগাপিক্সেল (সামনে)
  • নেটওয়ার্ক সাপোর্ট:
    • UMTS 2100/1900/900 (3G HSPA)
    • GSM 850/900/1800/1900 (2G EDGE)
  • ব্যাটারি: 1800 mAh

এছাড়াও কিওনের মতই থাকছে মাইক্রোএসডি কার্ড স্লট, ওয়াই-ফাই (এন), জিপিএস, এফ এম রেডিও, ব্লু-টুথ। জি-সেন্সর, লাইট ও প্রক্সিমিটি সেন্সর তো থাকছেই! দাম পড়ছে মাত্র ১৪৯ ইউরো।  ডিভাইসগুলো হাতে পাওয়া মাত্র আমরা বিস্তারিত রিভিউ লিখে প্রকাশ করবো।

ফোনগুলোর নাম ডেভেলপার ফোন হলেও যে কেউই এ ফোন ক্রয় করতে পারবেন। তবে, ফায়ারফক্স ওএস এখনও পূর্ণরুপে ডেভেলপমেন্টের অধীনে রয়েছে। অতএব, দৈনন্দিন জীবনে ব্যবহার্য ফোন হিসেবে সম্পূর্ণরুপে পারফেক্ট নাও হতে পারে। তবে, কিছুদিনের মধ্যেই বাংলাদেশের বাজারে ফায়ারফক্স ওএস ফোন বাজারাত করা হবে বলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে। বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের আর্থসামাজিক উন্নয়নে এ ফোনগুলো বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন তথ্যপ্রযুক্তি বিশ্লেষকেরা।

তুলনামূলক কমদামে বাজারজাত করা হলে ফায়ারফক্স ওএস চালিত স্মার্টফোন কিনতে আগ্রহী হবেন কি?