ইন্সটল করুন ফেসবুক হোম যে কোনো অ্যান্ড্রয়েডে

ফেসবুক হোম

অবশেষে চলে এসেছে ফেসবুক হোম। নতুন করে কিছুই জানার নেই। ফেসবুক হোমের যত সুবিধা-অসুবিধা রয়েছে, সবই প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বর্ণনা করেছেন ফেসবুক হোমের প্রেস ইভেন্টে। কিন্তু গত ১২ তারিখ প্লে স্টোরে আসার পর অনেকেই দেখতে পেয়েছেন তাদের ডিভাইস ফেসবুক হোম সাপোর্টেড না। যারা চালাকি করে এপিকে ফাইল ডাউনলোড করে ইন্সটল করেছেন, তারাও খানিকটা বোকা হয়েছেন ফেসবুকের “নট সাপোর্টেড” ওয়ার্নিং মেসেজ দেখে।

কিন্তু প্লাটফর্মটা যখন অ্যান্ড্রয়েড, প্রায় সবকিছুই সম্ভব।

এক্সডিএ’র এক ডেভেলপার ইতোমধ্যেই মডিফাইড ফেসবুক হোমের অ্যাপ্লিকেশন রিলিজ করেছেন যেটি যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুক ফোন চালাতে পারবেন। প্রসঙ্গতঃ এই মুহূর্তে কেবল হাই-এন্ড কয়েকটি এইচটিসি ও স্যামসাং ফোন এবং এইচটিসি ফার্স্ট ছাড়া বেশিরভাগ ফোনেই ফেসবুক ফোন সাপোর্টেড নয়। কিন্তু এই মডিফাইড ফেসবুক ব্যবহার করলে আপনি সহজেই ফেসবুক হোম পেতে পারেন; আপনার ডিভাইস সাপোর্টেড হোক বা না হোক।

বলা বাহুল্য, যেহেতু এটি সব ধরণের ডিভাইসের জন্য তৈরি করা হয়েছে, সেহেতু এটি আপনার ডিভাইসের জন্য অপটিমাইজড নাও হতে পারে। মূলত ফেসবুক হোমের অভিজ্ঞতা কেমন সেটা পরখ করে দেখার জন্যই এই মডিফাইড অ্যাপ্লিকেশন রিলিজ করা হয়েছে।

কীভাবে কী করবেন

  • প্রথমেই এই লিংক থেকে মডিফাইড ফেসবুক হোম এবং এখান থেকে ফেসবুক মেসেঞ্জার (অপশনাল) ডাউনলোড করে নিন।
  • প্রয়োজনীয়ঃ ইতোমধ্যেই যদি ফেসবুক বা ফেসবুক মেসেঞ্জার আপনার ফোনে ইন্সটল করা থাকে, তাহলে তা আনইন্সটল করে নিন। মডিফাইড ফেসবুক ইন্সটল করার জন্য পূর্বের সংস্করণ আনইন্সটল জরুরি।
  • এবার ডাউনলোডকৃত এপিকে ফাইলগুলো ইন্সটল করুন।
  • ফেসবুক অ্যাপ সেটিংস থেকে ফেসবুক হোম সিলেক্ট করুন।
  • কোনো সমস্যায় পড়লে ডিভাইস রিবুট করুন এবং রিকভারি থেকে Dalvik Cache ক্লিয়ার/ওয়াইপ করে দিন।

মডিফাইড এই পদ্ধতি ব্যবহার করে ফেসবুক হোম ব্যবহার করা যাবে রুট করা বা না করা সব ফোনেই। তবে যেসব ডিভাইসে ফেসবুক অ্যাপ্লিকেশন সিস্টেম অ্যাপ্লিকেশন হিসেবে দেয়া থাকে, অর্থাৎ, যেসব ডিভাইস থেকে ফেসবুক অ্যাপ্লিকেশন ডিলিট করা যায় না, সেসব ডিভাইসে মডিফাইড এই ফেসবুক ইন্সটল করার জন্য রুট করে পুরনো ফেসবুক অ্যাপ্লিকেশন বাদ দিতে হবে।

এক্সডিএ’র অরিজিনাল থ্রেডে বেশিরভাগ ব্যবহারকারীই মন্তব্য করেছেন তাদের ডিভাইসে এই এপিকেগুলো ব্যবহার করে ফেসবুক হোম ব্যবহার করা যাচ্ছে। তাই আপনিও একবার চেষ্টা করে দেখতে পারেন। যদি কাজ করে, তাহলে ফেসবুক হোম সম্পর্কে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না।