ফেসবুকের নিজস্ব স্মার্টফোন বাজারে আনার গুজব ইন্টারনেট জগতে নতুন নয়। কিন্তু আজ যে খবরটি জানা গেছে, তা গুজবের চেয়ে একটু বেশি কিছুই। সূত্র জানিয়েছে, আসছে এপ্রিলের ৪ তারিখ ফেসবুক তাদের নিজস্ব স্মার্টফোন অবশেষে উদ্বোধন করতে যাচ্ছে। আর এই ফেসবুক ফোনটি তৈরি করেছে এইচটিসি।
তবে এতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডই ব্যবহার করা হবে। দি নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আসন্ন অনুষ্ঠানে যে ফোন দেখানো হবে তা একটি বিশেষ ধরনের অ্যান্ড্রয়েড ফোন যা ফেসবুকের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত। যেমন অ্যান্ড্রয়েডের হোমস্ক্রিনের বদলে ফেসবুকের নিউজ ফিড আসতে পারে এই ফোনে। অর্থাৎ, ফেসবুকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েই এই স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েডকে কাস্টোমাইজ করা হয়েছে।
অন্যান্য সুবিধার মধ্যে থাকবে ক্যামেরা ও মেসেজিং এ ফেসবুকের অ্যাপ্লিকেশন। সাধারণত আমরা অ্যান্ড্রয়েডে যে ক্যামেরা বা মেসেজিং অ্যাপ্লিকেশন ব্যবহার করি তা অ্যান্ড্রয়েডের স্টক অ্যাপ্লিকেশন। কিন্তু এইচটিসির তৈরি এই ফেসবুক ফোনে মেসেজিং-এর জন্য থাকবে ফেসবুক মেসেঞ্জার ও ক্যামেরা অ্যাপ্লিকেশনে থাকবে ফেসবুক ক্যামেরা (যা ইতোমধ্যেই আইওএস-এর জন্য মুক্তি পেয়েছে)।
তবে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি আসলেই কীভাবে কাস্টোমাইজ করা হচ্ছে এই ফেসবুক ফোনের অ্যান্ড্রয়েডকে। এটি হতে পারে অ্যান্ড্রয়েডের জন্য বিশেষ কোনো স্কিন, নিজস্ব কোনো কাস্টম রম, কিংবা কেবলই একটি লঞ্চার। ফোনটি বিশেষজ্ঞদের হাতে আসার আগ পর্যন্ত ফেসবুক ফোন সম্পর্কে আর কোনো তথ্য আপাতত জানা যাচ্ছে না। তবে যদি অ্যান্ড্রয়েডের কোর কোডিংগুলো পরিবর্তন করে নিজেদের জন্য অ্যান্ড্রয়েড ফর্ক তৈরি করে ফেসবুক, যেমনটা করেছে কিন্ডল ফায়ার, তাহলে ক্রেতা পেতে কষ্ট হতে পারে। কেননা, সেক্ষেত্রে গুগল প্লে স্টোরে ঢুকতে পারবেন না এই ফোনের ব্যবহারকারীরা।
প্লে স্টোর বাদ দিয়ে কেবল ফেসবুক ব্যবহারের জন্য নিশ্চয়ই আপনি ফোন কিনবেন না?