ফেসবুক ব্যবহারকারীমাত্রই জানেন যে, অনেকদিন আগেই ফেসবুক ব্যবহার করে ভয়েস এবং ভিডিও চ্যাট করা যায়। এ জন্য ব্যবহারকারীকে ফেসবুকের নির্দিষ্ট প্লাগইন ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করে নিতে হয়। কিন্তু স্মার্টফোন থেকে বিনামূল্যে ভয়েস বা ভিডিও কল করতে হলে এতোদিন পর্যন্ত ফ্রিং, স্কাইপ কিংবা ভাইবারের মতো অ্যাপ্লিকেশনের উপরই নির্ভর করতে হয়েছে সবাইকে। সেই দিন শিগগিরই ফুরোচ্ছে। ফেসবুক অনেকটা চুপিসারেই অ্যান্ড্রয়েডে ভয়েস কল সুবিধা চালু করে চলেছে।
সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যের নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের জন্য ফেসবুক এই সুবিধাটি চালু করেছে। এতে করে ফেসবুকের কেবল চ্যাট করার অ্যাপ্লিকেশন ফেসবুক মেসেঞ্জারের কোনো কন্টাক্ট ডিটেইলসে গেলেই ফ্রি কল নামে বাড়তি একটি অপশন পাচ্ছেন ব্যবহারকারীরা।
অবশ্য দ্রুতই সব ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন না বলে জানা গেছে। ফেসবুক এখনও এটি পরীক্ষা করছে। তবে খুশির খবর হলো, ভয়েস কল সুবিধাটি অবশেষে ফেসবুক মেসেঞ্জারে আসছে। এর আগে আমরা লিখেছিলাম কীভাবে এসএমএস বা হোয়াটসঅ্যাপ-এর মতো সেবার সঙ্গে টেক্কা দিতে চলেছে ফেসবুক মেসেঞ্জার। নতুন এই সুবিধা চালু হলে ভাইবার-এর মতো সেবাগুলোও হুমকির মুখে পড়তে পারে বলে অনেকের অভিমত।
ফেসবুক মেসেঞ্জার সম্পর্কে আপনার কী অভিজ্ঞতা?