গুগলের ডুডল সম্পর্কে ইতোমধ্যে হয়তো ইন্টারনেট ব্যবহারকারীদের জানা আছে। বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের জন্ম-মৃত্যু বার্ষিকীতে কিংবা বিশেষ কোনো দিবসে গুগল তাদের হোমপেজের লোগো পরিবর্তন করে ফেলে। একে গুগল ডুডল বলা হয়। এবার প্রথমবারের মতো গুগল ডুডলে উঠে এলো বাংলাদেশের জাতীয় পতাকা।
আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যেই গুগল তাদের ডুডলে বাংলাদেশের পতাকা সম্বলিত গ্রাম-বাংলার দৃশ্যপটে চিত্রায়িত একটি ডুডল তাদের হোমপেজে প্রকাশ করেছে। কেবল গুগল বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক সংস্করণেও গুগল তাদের নতুন এই ডুডল প্রকাশ করেছে। google.com/ncr (নো কান্ট্রি রিডাইরেক্ট)-এ গেলে গুগল তাদের আন্তর্জাতিক সংস্করণ দেখায়। আর সেখানে আমরা বাংলাদেশের পতাকা-সম্বলিত লোগোটিই দেখতে পেয়েছি।
তবে এখনই বিশ্বের সবাই এই লোগো দেখতে পারবেন না। কেননা, সারাবিশ্বে এখনও ২৬শে মার্চ আসেনি। তাই আরও কয়েক ঘণ্টা পরই বিশ্বের অন্যান্য দেশ থেকেও এই লোগো দেখা যাবে।
বিভিন্ন ব্রাউজারে সার্চ বার যোগ করে দেয়ার ফলে অনেকেই গুগলের হোমপেজ ভিজিট করেন না। সরাসরি সার্চ করে সার্চ ফলাফল পাতায় চলে যান। কিন্তু তাই বলে বাংলাদেশের পতাকা সম্বলিত গুগল ডুডল নজর এড়াবে না কারোরই। বরাবরের মতোই গুগল ডুডলের ছোট একটি সংস্করণ সার্চ ফলাফলের পাতার উপরে বাম দিকে রেখেছে গুগল। কেউ আগ্রহী হয়ে সেখানে কিংবা গুগলের হোমপেজে ডুডলে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবস সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট ও উইকিপিডিয়া নিবন্ধের ঠিকানা পাবেন।
এছাড়াও অ্যান্ড্রয়েডেও চলে এসেছে গুগলের নতুন ডুডল।
গুগলের হোমপেজে ডুডল হিসেবে দেশের ইতিহাস উঠে আসা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় একটি অর্জন। দক্ষিণ এশিয়ার ছোট্ট এই রাষ্ট্র প্রতিনিয়ত বিশ্ব মানচিত্রে নিজের অবস্থান আরও শক্তিশালী করে তুলছে তারই একটি প্রমাণ গুগলের ডুডলে বাংলাদেশ উঠে আসা। আর দেশের এই এগিয়ে চলায় অন্যতম অবদান রাখছে তথ্য-প্রযুক্তি ক্ষেত্র বা আইসিটি সেক্টর।
তাই দেশের এই ক্ষেত্রকে এগিয়ে নিতে কাজ করা প্রত্যেককে তো অবশ্যই, সেই সঙ্গে সার্চ জায়ান্ট গুগলকে, যারা অ্যান্ড্রয়েডের বর্তমান মালিক, উষ্ণ অভিনন্দন জানাচ্ছি অ্যান্ড্রয়েড কথন পরিবার থেকে।
ধন্যবাদ, গুগল!