দেশীয় ব্র্যান্ড ওয়াল্টন একাধারে পাঁচটি প্রিমো সিরিজের ডিভাইস আনার পরও বসে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। ব্র্যান্ডটির নতুন ডিভাইস Walton Primo N1, C1 এবং D1 সম্পর্কে ইতোমধ্যেই অনেকে বিভিন্ন তথ্য শুনেছেন। প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজেও নতুন এসব ডিভাইস সম্পর্কে তথ্য জানিয়েছে। চলুন ডিভাইসগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানা যাক ও এগুলোর ছবি দেখে নেয়া যাক।
(আরও পড়ুনঃ কীভাবে মেলাবেন নতুন অ্যান্ড্রয়েড ফোনের সিপিইউ, জিপিইউ ও র্যাম)
Walton Primo N1
ওয়াল্টন প্রিমো এন ১-কে বলা যেতে পারে এই ব্র্যান্ডের প্রথম ফ্যাবলেট ডিভাইস কেননা এর স্ক্রিনের আকার ৫ ইঞ্চিরও বেশি (৫.৩ ইঞ্চি)। এটি 960 X 540 পিক্সেল রেজুলেশন সমৃদ্ধ আইপিএস প্রযুক্তির ডিসপ্লে বলে জানিয়েছে ওয়াল্টন। অ্যান্ড্রয়েড ৪.১.২ জেলি বিন চালিত এই ডিভাইসে রয়েছে ১.২ গিগাহার্জ করটেক্স এ৭ কোয়াড-কোর প্রসেসর ও পাওয়ারভিআর এসজিএক্স ৫৪৪ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। ৩জি সুবিধা সম্বলিত এই ডিভাইসে দু’টি সিম সুবিধা দেয়া হয়েছে।
১ গিগাবাইট র্যাম ও ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরির ওয়াল্টন প্রিমো এন ১-এ সর্বোচ্চ ৩২ গিগাবাইট ধারণক্ষমতার মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। এছাড়াও এর পেছনে রয়েছে ১০৮০পি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং-এর সুবিধা সম্পন্ন ৮ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা ও সামনে রয়েছে ১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, কম্পাস, অ্যাক্সেলেরোমিটার, লাইট সেন্সর, প্রক্সিমিটি, জিপিএস ও ব্লুটুথ ৪.০। এর ব্যাটারির ক্ষমতা দেয়া হয়েছে ৩০০০ এমএএইচ। মাইক্রো-ইউএসবি ২.০ পোর্টের উল্লেখ থাকলেও এইচডিএমআই পোর্ট সম্পর্কে কোনো তথ্য উল্লেখ নেই যার ফলে ব্যবহারকারীরা হয়তো এইচডিএমআই সুবিধা পাবেন না।
ওয়াল্টন প্রিমো এন ১-এর দাম সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। আগামী ২২শে মার্চ থেকে ঢাকার বসুন্ধরা সিটিতে ডিভাইসটি ডিসপ্লেতে থাকবে বলে ওয়াল্টনের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়াও ফোনটি এপ্রিলের শেষের দিকে বাজারে আসার কথা রয়েছে।
Walton Primo D1
৩জি ভিডিও কলিং সুবিধা-সম্পন্ন ওয়াল্টন প্রিমো ডি ১ হচ্ছে ৩.৫ ইঞ্চি স্ক্রিনের অ্যান্ড্রয়েড ২.৩.৬ জিঞ্জারব্রেড-চালিত স্মার্টফোন। এর স্ক্রিন রেজুলেশন 320×480 পিক্সেল। এতে ব্যবহৃত হয়েছে ১ গিগাহার্জ করটেক্স এ৯ (MTK 6575M) প্রসেসর, ২৫৬ মেগাবাইট র্যাম ও মাত্র ৫১২ মেগাবাইট ইন্টারনাল স্টোরেজ।
প্রিমো ডি১-এ রয়েছে ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ব্লুটুথ ৩.০, এফএম রেডিও, জিপিএস, প্রক্সিমিটি সেন্সর, ওরিয়েন্টেশন সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর ও কম্পাস। এছাড়াও এর ব্যাটারির ক্ষমতা ১৫০০ এমএএইচ।
এই ফোনেরও দাম জানানো না হলেও ধারণা করা হচ্ছে তুলনামূলক কম দামেই এটি বাজারে ছাড়া হবে। মার্চের শেষের দিকে বসুন্ধরা সিটির ওয়াল্টন শোরুমে ডিভাইসটি ডিসপ্লেতে আসবে বলে ওয়াল্টনের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে।
Walton Primo C1
ওয়াল্টন প্রিমো সি১ হচ্ছে অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড চালিত লো-এন্ড স্মার্টফোন যাতে রয়েছে 320*480 পিক্সেল রেজুলেশনের ৩.৫ ইঞ্চি স্ক্রিন। কেবল ২জি নেটওয়ার্কের এই ফোনে দেয়া হয়েছে ১ গিগাহার্জ প্রসেসর, ২৫৬ মেগাবাইট র্যাম ও ৫১২ মেগাবাইট ইন্টারনাল স্টোরেজ।
কেবল ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও এফএম সুবিধার পাশাপাশি এতে রয়েছে ব্লুটুথ ২.১, অ্যাক্সেলেরোমিটার সেন্সর ও সাউন্ড সেন্সর। এর ব্যাটারির ক্ষমতা ১৩৫০ এমএএইচ।
ওয়াল্টন প্রিমো ডি১-এর চেয়েও কম সুবিধাসম্পন্ন ওয়াল্টন প্রিমো সি১ ওয়াল্টনের আপকামিং ফোনগুলোর মধ্যে সবচেয়ে কমদামী হবে বলেই ধারণা করা হচ্ছে। যদিও ডিভাইসটির দাম ও কবে নাগাদ বাজারে আসবে সে সংক্রান্ত কোনো তথ্য প্রকাশিত হয়নি, ডিভাইসটি ইতোমধ্যেই বসুন্ধরা সিটিতে ডিসপ্লেতে রয়েছে বলে জানা গেছে।
ওয়াল্টনের নতুন এই ৩টি ফোন থেকে আপনার বাজেটে কোনটি কিনতে পারবেন বলে আপনার ধারণা? (যেহেতু দাম প্রকাশ হয়নি, তাই স্পেসিফিকেশনের বিচারে অনুমানের উপরই আমাদের জানান।)