ইন্টারনেট জগত থাকবে আর গুজবের ছড়াছড়ি থাকবে না তা কি হয়! এতোদিন গুজব রটছিল স্যামসাং গ্যালাক্সি এস ৪ নিয়ে। এখন যেহেতু স্যামসাং আনুষ্ঠানিকভাবে ফোনটির উদ্বোধন করে দিয়েছে, সেহেতু গুজব এখন চলবে অন্য সব স্মার্টফোন নিয়ে। মটোরোলা এক্স-ফোনের পাশাপাশি এই মুহূর্তে গুজবের জগতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে গুগলের আগামী ফোন নেক্সাস ৫ যা নেক্সাস ৪-এর মতোই এলজি বানাবে বলে শোনা গেছে।
সম্প্রতি উপরের ছবিটি ফাঁস করেছেন গুগলে চাকরি করেন বলে দাবি করা এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, এই প্রোটোটাইপই হতে যাচ্ছে আগামী নেক্সাস ৫ যার বর্তমান কোডনেম Megalodon. তার সূত্র নিশ্চিত করা না গেলেও তিনি এই নেক্সাস ৫ নিয়ে বেশ কিছু তথ্য জানিয়েছেন। অনিশ্চিত সেসব তথ্যই পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো।
সূত্র জানিয়েছে, গুগল এ বছরের অক্টোবরেই নেক্সাস ৫ বাজারে আনার পরিকল্পনা করছে। আর নেক্সাস ৫ তৈরির জন্য তারা এলজির পাশাপাশি বিভিন্ন প্রস্তুতকারকের কাছ থেকে প্রোটোটাইপ নিচ্ছে যার মধ্যে ছবির ডিভাইসটিও রয়েছে। এটি এলজির তৈরি বলে দাবি করেছেন তিনি।
নেক্সাস ৫-এর স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্যও তিনি জানিয়েছেন। তার মতে, নেক্সাস ৫-এ থাকছেঃ
- ৫.২ ইঞ্চি ওলেড ডিসপ্লে যার রেজুলেশন 1920×1080 পিক্সেল
- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ @ ২.৩ গিগাহার্জ
- ৩ গিগাবাইট এলপিডিডিআর৩ র্যাম
- ১৬/৩২/৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ
- ১৬ মেগাপিক্সেল অমনিভিশন রিয়ার ক্যামেরা যাতে এইচডি ভিডিও রেকর্ডিং ও রিয়েল টাইম এইচডিআর সুবিধা থাকবে।
- ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ৩৩০০ এমএএইচ ব্যাটারি
- সম্মুখবর্তী স্টেরিও স্পিকার
- জেসচার কন্ট্রোল
স্পেসিফিকেশন দেখে স্বভাবতঃই মনে হতে পারে কোনো গ্যাজেটপ্রেমী তার মনমতো স্পেসিফিকেশন দিয়ে একটি ডিভাইস গড়ে তুলেছে। কিন্তু কোয়ালকম আগেই জানিয়েছে তাদের স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসরটি ২০১৩ সালের দ্বিতীয়ার্ধে বাজারে আসবে। সেই হিসেবে নেক্সাস ৫-এ স্ন্যাপড্রাগন ৮০০ থাকা অস্বাভাবিক কিছু নয়।
গুগল এলজির সঙ্গে মিলে প্রথমবারের মতো নেক্সাস ৪ তৈরি করেছে আর তা যথেষ্টই সফলতার মুখ দেখেছে। তাই আরেকবার নেক্সাস ডিভাইস তৈরি করতে এলজির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়াটাই হয়তো ভালো সিদ্ধান্ত। কিন্তু উপরের স্পেসিফিকেশন কিংবা ছবি সম্পর্কে “কেবলই গুজব” বলা ছাড়া আর কোনো মন্তব্য করার নেই। আসলেই কী হতে যাচ্ছে নেক্সাস ৫, সেটা সময়ই বলে দেবে।
নেক্সাস ৫-এর প্রস্তুতকারক হিসেবে কাকে দেখতে চান? এলজি, স্যামসাং নাকি মটোরোলাকে?
সূত্রঃ AndroidandMe