আনুষ্ঠানিক ঘোষণা এলো এলজি ওয়্যারলেস চার্জারের

কিছুদিন আগেই আমরা দেখেছি গুগলের নেক্সাস ৪-এর জন্য বাজারে আসা ওয়্যারলেস চার্জারের খবর, যাকে আদৌ ওয়্যারলেস চার্জার বলা যায় কি না তা নিয়েই আমাদের প্রশ্ন রয়ে গেছে। এরই মধ্যে এলজি নিয়ে এসেছে তাদের নিজস্ব ওয়্যারলেস চার্জার। তারা দাবি করছে, এটি বিশ্বের সবচেয়ে ছোট ওয়্যারলেস চার্জার। অবশ্য বিশ্বে ওয়্যারলেস চার্জার আছেই কয়টি!

বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এলজি এই ওয়্যারলেস চার্জার দেখাচ্ছে। তারা জানিয়েছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বাজারে নেক্সাস ৪ এবং স্পেকট্রাম ২ এই দু’টি ডিভাইস চার্জ করা যাবে এই ওয়্যারলেস চার্জারের মাধ্যমে।

আকারে অনেক ছোট হলেও এলজির মতে, আগের প্রজন্মের ওয়্যারলেস চার্জারগুলোর তুলনায় এর চার্জিং এরিয়া ১.৭ গুণ বেশি। এছাড়াও নেক্সাস ৪ ও স্পেকট্রাম ২ ব্যবহারকারীরা আলাদা কোনো কভারের প্রয়োজন ছাড়াই এই চার্জারের মাধ্যমে তাদের ডিভাইস চার্জ করতে পারবেন।

তবে নতুন এই ওয়্যারলেস চার্জারের দাম বা সহজলভ্যতা সংক্রান্ত কোনো তথ্য জানায়নি এলজি। গুগলের প্লে স্টোরে থাকা ওয়্যারলেস চার্জারের চেয়ে কমদামে ছাড়তে পারলে নেক্সাস ৪ গুগলের পণ্য হলেও চার্জিং-এর জন্য এলজির চার্জারই মানুষ বেশি কিনবে বলে ধারণা করছেন অনেকে।