ডিভাইস বেঞ্চমার্ক নতুন কিছু নয়। ল্যাপটপ, স্মার্টফোন ইত্যাদি ডিভাইসের হার্ডওয়্যারের ক্ষমতা ও উপযোগিতা পরীক্ষা করার জন্য বিভিন্ন বেঞ্চমার্ক পরীক্ষা চালানো হয়। অ্যান্ড্রয়েড ডিভাইসে তেমনই জনপ্রিয় একটি বেঞ্চমার্ক সফটওয়্যার হচ্ছে AnTuTu যা দিয়ে প্রায় সব অ্যান্ড্রয়েড ডিভাইসই পরীক্ষা করা হয়ে থাকে। সম্প্রতি অবমুক্ত হওয়া এনভিডিয়া টেগরা ৪ প্রসেসর চালিত ডিভাইসের প্রথম বেঞ্চমার্ক রেজাল্ট ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। আর এই স্কোর সবাইকে তাক লাগাতে মোটেই ব্যর্থ হয়নি।
AnTuTu মূলত ডিভাইসের ওভারঅল পারফরম্যান্সের উপর ভিত্তি করে একটি স্কোর দিয়ে থাকে। বেশিরভাগ মিড-রেঞ্জের ডিভাইসে এই স্কোর ৫ থেকে ১০ হাজারের মধ্যে হয়ে থাকে। হাই-এন্ড ডিভাইসেই ২০,০০০ এর আশেপাশেই থাকে সর্বমোট স্কোর। কিন্তু সম্প্রতি ৭২-কোর বিশিষ্ট এনভিডিয়া টেগরা ৪ জিপিইউ ও কোয়াড-কোর করটেক্স এ-১৫ প্রসেসরের ক্ষমতার আসল পরীক্ষার (বেঞ্চমার্ক) ফলাফল ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। আর তা ছিল ৩৬ হাজারেরও বেশি!
ঠিক কোন ডিভাইসে এই বেঞ্চমার্ক পরীক্ষা চালানো হয়েছে সে সম্পর্কে এখনও জানা যায়নি। কেননা, এটি অ্যান্ড্রয়েড ৪.২ ডেভেলপমেন্ট প্লাটফর্মে টেস্ট করা হয়েছে।
AnTuTu বেঞ্চমার্ক রেজাল্ট ছিল ৩৬,০০০-এর কিছু বেশি। অন্যদিকে Quadrant 2.0 বেঞ্চমার্ক রেজাল্ট এসেছে ১৬,০০০-এর কিছু বেশি। জিএলবেঞ্চমার্কের ১০৮০পি পারফরম্যান্স ইজিপ্ট অফস্ক্রিন টেস্টে এসেছে ৫৭ ফ্রেম পার সেকেন্ড।
তবে এতো উন্নত পারফরম্যান্স সাধারণত ব্যবহারকারীদের হাতে আসা পর্যন্ত টিকে থাকে না। কেননা, ডিভাইস ব্যবহারকারীর হাতে দেয়ার সময় আরও অনেক অ্যাপ্লিকেশন প্রি-ইন্সটলড থাকে, যার কারণে স্বভাবতঃই পারফরম্যান্স অনেকখানি কমে যায়। তবে এটি টেগরা ৪ চালিত ডিভাইসের প্রথম বেঞ্চমার্ক রেজাল্ট বলে অনেকেই আশা করছেন তুমুল জনপ্রিয়তা পাবে নতুন এই চিপসেট। ৩৬,০০০-এর জায়গায় ৩৪,০০০ স্কোর পেলেও অসাধারণ একটি ডিভাইস হবে এনভিডিয়া টেগরা ৪ চালিত যে কোনো অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট।
ইতোমধ্যেই এনভিডিয়া ঘোষণা দিয়েছে তাদের প্রথম পোর্টেবল গেমিং কনসোল প্রজেক্ট শিল্ডের যেটি টেগরা ৪ প্রসেসরে চলবে। এছাড়াও ভিজিও-ও ঘোষণা দিয়েছে টেগরা ৪-চালিত অ্যান্ড্রয়েড ট্যাবলেট আনার। কিন্তু এসব ডিভাইস এখনও আলোর মুখ দেখেনি। তাই টেগরা ৪-এর স্বাদ পেতে ব্যবহারকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ও জমাতে হবে ভালো অঙ্কের টাকা!