SuperSU আপডেট সাপোর্ট করে একাধিক ইউজার অ্যাকাউন্ট

অ্যান্ড্রয়েড ডিভাইস যারা রুট করেছেন, তাদের সবাই জানেন কেবল ডিভাইস রুট করলেই রুটের সুবিধাগুলো উপভোগ করা যায় না। এ জন্য সুপারইউজার অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় যেটি বিভিন্ন অ্যাপ্লিকেশনকে রুট অ্যাক্সেস দিয়ে থাকে। সুপারইউজারের দায়িত্ব পালনের জন্য গুগল প্লে স্টোরে বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে। আর এগুলোর মধ্যে জনপ্রিয় ছিল SuperSU নামের একটি সুপারইউজার অ্যাপ। কিন্তু সাম্প্রতিক আপডেটে এটি অন্য সব অ্যাপ্লিকেশনের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যাবে।

অ্যান্ড্রয়েড ৪.২-এর অন্যতম নতুন বৈশিষ্ট্য ছিল একাধিক ইউজার অ্যাকাউন্ট। কম্পিউটারের মতোই এই অ্যান্ড্রয়েডে ব্যবহারকারীরা একাধিক অ্যাকাউন্ট/প্রোফাইল তৈরি করতে পারেন। ফলে একই ডিভাইস একাধিক ব্যবহারকারী স্বচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন যেহেতু সব সেটিংস, থিম, ওয়ালপেপার ও অ্যাপ্লিকেশন আলাদা আলাদা প্রোফাইলে সংরক্ষিত থাকে।

কিন্তু একাধিক ইউজার অ্যাকাউন্ট বিষয়টি নিশ্চিত হওয়ার পরই প্রশ্ন জাগে, তাহলে রুট করা ডিভাইসে সুপারইউজার কীভাবে কাজ করবে? উত্তরটাও সহজ ছিল, কেবল প্রাইমারি অ্যাকাউন্টেই রুট অ্যাক্সেস পাওয়া যাবে। অন্য অ্যাকাউন্ট ব্যবহারকারীরা তাদের অ্যাপ্লিকেশনে রুট অ্যাক্সেস পাবেন না।

সম্প্রতিই SuperSU-এর ডেভেলপার নতুন একটি আপডেট বের করেছেন যার মাধ্যমে একাধিক ইউজার অ্যাকাউন্টে রুট অ্যাক্সেস দেয়া যাবে। পোস্টের প্রথম ছবিতে লক্ষ্য করলেই দেখবেন রয়েছে Requested User নামে একটি অপশন। ফলে, রুট করা ডিভাইসের প্রত্যেক ব্যবহারকারীই তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে ব্যবহার করতে পারবেন রুট প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো।

উল্লেখ্য, এই সুবিধাটি কেবল অ্যান্ড্রয়েড ৪.২ সংস্করণে উপভোগ্য। তাই আপনার অ্যান্ড্রয়েড ৪.২-চালিত রুট করা ডিভাইস থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন সুপারইউজার অ্যাপ্লিকেশন, SuperSU.

আপনার রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসে সুপারইউজার অ্যাপ্লিকেশনের নাম কী?