কিউবি ল্যাপটপ ফেয়ার ২০১৩ গতকাল ঢাকার বিজয় স্মরণীস্থ সামরিক জাদুঘরে শুরু হয়েছে, সেই খবর হয়তো ইতোমধ্যেই সবাই জানেন। কিন্তু ল্যাপটপ ফেয়ার হলেও বহনযোগ্য ও সাশ্রয়ীমূল্যের অ্যান্ড্রয়েড ট্যাবলেটও পাওয়া যাচ্ছে মেলায়। আর জনপ্রিয় ব্র্যান্ড Archos ও Coby সহ বেশ কিছু ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ট্যাবলেট মেলা উপলক্ষ্যে বিশেষ মূল্য ছাড়ে বিক্রি করছে রিভারসাইড ট্রেডলিংক।
বাংলাদেশে আর্কসের একমাত্র ডিস্ট্রিবিউটর রিভারসাইড ট্রেডলিংকের স্টলে গতকাল দর্শনার্থীদের বিভিন্ন অ্যান্ড্রয়েড ট্যাবলেট ও অ্যান্ড্রয়েড গেমিং প্যাড-এর প্রতি আকর্ষণ দেখা গেছে। এসব ট্যাবলেট ও গেমিং কনসোল সম্পর্কে নিচে বিস্তারিত দেয়া হলো। মেলা চলাকালীন বিভিন্ন ট্যাব বিশেষ মূল্যছাড়ে ক্রেতারা কিনতে পারবেন।
আর্কস গেমপ্যাড
অ্যান্ড্রয়েড জেলি বিন চালিত আর্কস গেমপ্যাড হচ্ছে মূলত একটি অ্যান্ড্রয়েড-চালিত পোর্টেবল গেমিং কনসোল। দেখতে অনেকটা প্লেস্টেশন পোর্টেবল (পিএসপি)-এর মতো এই গেমপ্যাডে রয়েছে ১.৬ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর ও কোয়াড-কোর মালি-৪০০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এছাড়াও এতে রয়েছে ১ গিগাবাইট ডিডিআর৩ র্যাম।
গেমপ্যাডটির মূল স্ক্রিনের আকার হচ্ছে ৭ ইঞ্চি। স্ক্রিন রেজুলেশন ১০২৪*৬০০ পিক্সেল। এতে সাপোর্ট রয়েছে ১৬ মিলিয়ন কালারের।
গেমপ্যাড হলেও এতে বেশ ভালোমানের ভিডিও বা মিউজিক উপভোগ করতে পারবেন। কেননা, এতে রয়েছে প্রায় সবধরনের ভিডিও প্লেব্যাক সাপোর্ট। বিল্ট-ইন ৮ গিগাবাইট মেমোরি কার্ডের পাশাপাশি আপনি ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রো-এসডি কার্ড ঢোকাতে পারবেন।
ইন্টারনেটের জন্য এতে কেবল ওয়াই-ফাই রয়েছে। এছাড়াও গেমের মজা এক্সটার্নাল মনিটরে পাঠানোর জন্য রয়েছে মিনি এইচডিএমআই আউটপুট। মাইক্রোফোন, স্পিকার ও জি-সেন্সর ছাড়াও এতে রয়েছে ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যা ওয়াই-ফাই-এ বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে (স্কাইপ) ভিডিও কলিং-এ ব্যবহার করা সম্ভব। তবে এর ব্যাটারির ক্ষমতা সম্পর্কে কোনো তথ্য ছিল না।
আর্কস গেমপ্যাডের মূল্য ১৬,০০০ টাকা। কিন্তু মেলা উপলক্ষ্যে বিশেষ মূল্যছাড়ে এই গেমপ্যাড বিক্রি হচ্ছে।
Archos 101 G9
১০.১ ইঞ্চি আকার ও ১২৮০*৮০০ রেজুলেশন স্ক্রিনের আর্কস ১০১ জি৯ ট্যাবলেটে রয়েছে অ্যান্ড্রয়েড ৪ আইসক্রিম স্যান্ডউইচ, ওএমএপি এআরএম করটেক্স এ৯ সিপিইউ ও ৩ডি ওপেনজিএল সাপোর্টসহ এনভিডিয়া টেগরা ২ সিরিজের জিপিইউ।
মূলত হাই-এন্ড এই ট্যাবলেটটিতে রয়েছে বিল্ট-ইন ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক। প্রায় সব ফরম্যাটের ভিডিও সাপোর্টসহ এতে রয়েছে ৭২০পি সাপোর্টেড ফ্রন্ট ক্যামেরা, ওয়াই-ফাই ও বিল্ট-ইন ৩জি ইউএসবি স্টিক সুবিধা। অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে জিপিএস, জি-সেন্সর, কমপাস ইত্যাদি।
আর্কস ১০১ জি৯ অ্যান্ড্রয়েড ট্যাবে টানা ৭ ঘণ্টা ভিডিও প্লেব্যাক ও ১০ ঘণ্টা ওয়েব ব্রাউজিং করার যাবে বলে জানা গেছে। হাই-এন্ড এই ট্যাবলেটের দাম ৩৫,০০০ টাকা। মেলা উপলক্ষ্যে বিশেষ মূল্য ছাড় রয়েছে।
Coby MID 7059
কবি মিড ৭০৫৯ ট্যাবলেটটি হচ্ছে অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ চালিত ৭” আকারের ৩জি ট্যাবলেট। এতে রয়েছে ১০২৪*৬০০ পিক্সেল রেজুলেশনের টিএফটি এলসিডি স্ক্রিন ও ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। কার্ডের মাধ্যমে এই স্টোরেজ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।
ট্যাবটিতে রয়েছে Amlogic 8926-M3 করটেক্স এ৯ ১ গিগাহার্জ প্রসেসর ও ১ গিগাবাইট ডিডিআর ৩ র্যাম। মিনি-এইচডিএমআই আউটপুট থাকলেও এর গ্রাফিক্স প্রসেসিং-এর জন্য কী জিপিইউ রয়েছে সে সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে অ্যাসিসট্যাড-জিপিএস, ২ মেগাপিক্সেল ব্যাক ও ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, স্টেরিও স্পিকার ও ৩৪০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি। এই ট্যাবলেটের সাধারণ দাম হচ্ছে ২৩,০০০ টাকা।
এই ট্যাবলেটগুলো ছাড়াও রিভারসাইড আরনোভা ব্র্যান্ডের ৭সি জি৩ এবং ৯জি২ নামের দু’টি ট্যাবলেট বিক্রি করে থাকে যেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন রিভারসাইড ট্রেডলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে। আর হাতে সময় থাকলে তো অবশ্যই কিউবি ল্যাপটপ মেলা থেকে এসব ট্যাবলেট এক নজর দেখে আসতে ভুল করবেন না। বিশেষ করে অ্যান্ড্রয়েড-চালিত গেমপ্যাডটি আসলেই দেখার মতো একটি ডিভাইস। আশা করছি শিগগিরই অ্যান্ড্রয়েড কথনে এই গেমপ্যাড সহ অন্যান্য ট্যাবলেটের হ্যান্ডস-অন রিভিউ প্রকাশ করা হবে।
উপরের ট্যাবগুলোর মধ্যে আপনার কোনটি পছন্দ হলো?