অ্যান্ড্রয়েড ৫.০ ও ফুল এইচডি ডিসপ্লে নিয়ে মে মাসেই আসতে পারে নেক্সাস ৫

নেক্সাস ডিভাইসগুলোর জনপ্রিয়তা এই মুহূর্তে অ্যান্ড্রয়েড জগতের তুঙ্গে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বর্তমান নির্মাতা গুগল নিজেদের তত্ত্বাবধানেই এসব ডিভাইস বাজারজাত করছে বলে এর জনপ্রিয়তা বেশি। তাছাড়া নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ বের হওয়ার পর নেক্সাস ডিভাইসগুলোই সবার আগে আপডেট পেয়ে থাকে।

তিনটি ভিন্ন আকৃতির নেক্সাস ডিভাইসের পর এবার ৫ ইঞ্চি আকারের নেক্সাস ৫ নামের নতুন ডিভাইস আনার পরিকল্পনা করছে গুগল, এমন গুজব ছড়িয়েছে ইন্টারনেটে। জানা গেছে, আগামী মাসে অনুষ্ঠিতব্য গুগল আই/ও কনফারেন্সেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে নতুন এই নেক্সাস ফোনের।

এলজির সঙ্গে মিলে তৈরি করা নেক্সাস ৪ এর তুমুল জনপ্রিয়তার পর নেক্সাস ৫ আবারও এলজিকে দিয়েই তৈরি করাতে পারে গুগল। এ পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে, তা অনুসারে কেবল অ্যান্ড্রয়েড ৫.০ কি লাইম পাই সংস্করণের দেখা মিলবে নেক্সাস ৫-এ এমন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। এছাড়াও ২০১৩ সালে স্মার্টফোনে ফুল এইচডি ১০৮০ বাই ১৯২০ পিক্সেল রেজুলেশনের ছড়াছড়ি হবে এমন পূর্বানুমানের ভিত্তিতেই ধারণা করা হচ্ছে ৫ ইঞ্চি আকারের নেক্সাস ৫-এও ফুল এইচডি ডিসপ্লে থাকবে যার পিক্সেল ডেনসিটি দাঁড়াতে পারে ৪৪১-তে।

নেক্সাস ৪ বিক্রির অন্যতম কারণ ছিল এর দাম। তাই নেক্সাস ৫-এও নেক্সাস ৪-এর মতো জনপ্রিয়তা ধরে রাখতে দামের দিকে এবং অবশ্যই যথেষ্ট স্টকের দিকে লক্ষ্য রাখতে হবে গুগলকে। তবে নেক্সাস ৫ আসার পর পাশাপাশি দামে বিক্রি হলে নেক্সাস ৪-এর বাজার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমাদের ধারণা, নেক্সাস ৫-এ ইমপ্রেসিভ সব বৈশিষ্ট্য থাকলেও দামের দিক দিয়ে একটু এগিয়েই থাকবে গুগলের নতুন এই ফ্ল্যাগশিপ ফোন।