Xioami MI2- নজর কাড়ার মতো অসাধারণ আরেকটি ফোন

1

অ্যান্ড্রয়েড ডিভাইসের অন্যতম সুবিধাই হলো এটি আপনি বিভিন্ন ডিজাইন, আকার ও প্রস্তুতকারকের তৈরি ফোনে পাবেন। যেখানে আইফোন বা আইপ্যাড কিনতে গেলে একটি ডিজাইনেই আপনাকে সীমাবদ্ধ থাকতে হয়, সেখানে অ্যান্ড্রয়েডে ডিভাইসের দিক দিয়ে নেই কোনো সীমা। আর তাই আজ আমরা পরিচয় করিয়ে দিচ্ছি জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে যার নাম, Xiaomi MI2.

এরকম আরেকটি অজানা ফোন ছিল Oppo Find 5-যেটি নিয়ে ইতোপূর্বে পোস্ট প্রকাশিত হয়েছে। কত অ্যান্ড্রয়েড ডিভাইসই আমরা দেখেছি। যেমন HTC One X/X+, Samsung Galaxy SIII, LG Optimus G, Nexus 4 এবং আরও অনেক। কিন্তু একটি জিনিস হয়তো আপনারা সবাই-ই খেয়াল করেছেন যে, সব নতুন নতুন কোয়াড-কোর ডিভাইসগুলোর ডিসপ্লে এর আকার ৪.৭ ইঞ্চি এর উপরে। অনেকেই আছেন যারা এত বড় ডিসপ্লে পছন্দ করেন না! বেশিরভাগ মানুষই ৪.৩ ইঞ্চি ডিসপ্লে-ই পছন্দ করে। এরকমই একটি ডিভাইস হচ্ছে Xioami MI2।

ডিসপ্লে

2 এই ফোনে রয়েছে IPS ৪.৩ ইঞ্চি ডিসপ্লে যার রেজুলেশন ১২৮০x৭২০ পিক্সেল (720P) এবং এর ডিসপ্লের পিক্সেল পার ইঞ্চি (পিপিআই) হচ্ছে ৩৪২ পিপিআই। মজার বিষয় হচ্ছে, এতদিন সবাই বলতো iPhone ৫ এর পিক্সেল পার ইঞ্চি (পিপিআই)-ই ছিল সবচেয়ে বেশি এবং সবচেয়ে ভালো। কিন্তু Xioami সেটির মাঝখানে এসে পরলো। যেখানে আইফোন ৫-এর পিপিআই ৩২৬, সেখানে জিয়াওমি এমআই-টু সেটের ডিসপ্লে পিপিআই ৩৪২। অর্থাৎ, হেরে যেতে হলো আইফোন ৫-কে।

প্রসেসর, র‌্যাম, জিপিইউ, ব্যাটারি এবং রম

3 এই ফোনটিতে থাকছে কোয়াড-কোর ১.৫ গিগাহার্জ কোয়ালকম (Qualcomm APQ8064) এর প্রসেসর। একেই বলা যায় এখন বাজারের সবচেয়ে দ্রুতগতির মোবাইল প্রসেসর। গ্রাফিক্স প্রসেসিং ইউনিটে রয়েছে Adreno 320। আরও থাকছে ২ গিগাবাইট র‌্যাম। মোবাইলটি পাওয়া যাবে ১৬ গিগাবাইট ও ৩২ গিগাবাইটের দু’টি আলাদা ভার্সনে।

ব্লুটুথ ৪.০, জিপিএস, ওয়াই-ফাই এবং স্মার্টফোনের অন্যান্য সেন্সরসমূহ তো রয়েছেই! ১০৮০পি ভিডিও কোন আটকানো (Lag) ছাড়াই চলবে এ ফোনটিতে। এছাড়াও মোবাইলটিতে থাকছে ২৫০০ mAh এর নন-রিমুভেবল ব্যাটারি। এই ব্যাটারি বেশ ভালো ব্যাকআপ দেয় বলে রিভিউয়াররা জানিয়েছেন।

ক্যামেরা

জিয়াওমি এমআই-টু এর পেছনে থাকছে ৮ মেগাপিক্সেল (CMOS-Sony) এর ক্যামেরা এবং সামনে থাকছে একটি ২ মেগাপিক্সেল এর ক্যামেরা। তাছাড়াও এই ক্যামেরা তে থাকছে এইচডিআর প্রযুক্তি। ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবিঃ 2

3

1

ইউজার ইন্টারফেস, মিউজিক

এ ফোনটিতে চলবে অ্যান্ড্রয়েড ৪.১.২ বা জেলি বিন। অ্যান্ড্রয়েড এর উপর থাকবে MiUi। যারা Custom Rom ব্যবহার করেন তারা হয়তো  MiUi এর সাথে পরিচিত। নিচে থাকছে কিছু ইউজার ইন্টারফেস এর ছবি। 1 মিউজিক প্লেয়ার এর স্থানে থাকছে Xioami এর নিজস্ব মিউজিক প্লেয়ার। যেটি দেখতে ও ব্যবহার করতে আসলে খুবই আরামদায়ক। আর এ প্লেয়ার দেখতে সাধারণ মনে হলেও ভিতরে অনেক ফাংশনালিটি রয়েছে, যেমন Equalizer। মিউজিক প্লেয়ার চলাকালে আপনি মিউজিক প্লেয়ার-কে স্ট্যাটাস বার এবং লক-স্ক্রিন থেকেও কন্ট্রোল করতে পারবেন।4444

এবার বেঞ্চমার্ক

  • Antutu Benchmark, এখানে Xioami MI-2 বাজারের সব Android ফোন-কে হারিয়ে দিয়েছে,

333

  • GLBenchmark 2.5 Egypt এ Xioami MI-2 আইফোন-কেও হারিয়ে দিয়েছে !

1 হার্ডওয়ার, ডিজাইন দেখে তো মনে সবাই এটা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। এখন বড় একটি প্রশ্ন আপনাদের সবার মাথাই-ই ঘুরছে, কোনটি ভাল (Xperia Z, Optimus G, Droid DNA)? আসলেই এই প্রশ্নের কোনো উত্তর নেই, যদি-ও নতুন সব ফোন এ এখন ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হচ্ছে। কিন্তু Xioami MI-2, Oppo Find 5 এর মত এক দিক দিয়ে একটু বেশিই এগিয়ে আছে এবং তা হলো এটির দাম।

এখন হইতো চিন্তা করছেন দাম কত হবে? আমরা যতদূর জানি এটির দাম ¥1,999(Chinese Yuan) যেটি বাংলাদেশে ২৮ হাজার। কিন্তু এটা বাংলাদেশ  ৩৬ হাজারের মধ্যে থাকবে আশা করছি। এখন এটি আপনার বিষয় যে এটি নিবেন নাকি না। কারন অনেকেই হয়তো Sony পছন্দ করে আবার অনেকে HTC। মন্তব্যের ঘরে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজ একটি সম্পূর্ণই নতুন ফোনের কথা জানলেন, তাই না?