এটি হতে পারে স্যামসাং গ্যালাক্সি ৪-এর ক্যামেরায় তোলা ছবি

স্যামসাং গ্যালাক্সি ক্যামেরা নিয়ে আগ্রহের কোনো কমতি নেই। গ্যালাক্সি এস ৩-এর দাপট এখনও তুঙ্গে থাকলেও গ্যালাক্সি এস ৪ নিয়ে ইতোমধ্যেই গুজব ছড়ানো শুরু হয়ে গেছে। আর সম্প্রতি গুগল প্লাসে একটি ছবি পাওয়া গেছে যেটি গ্যালাক্সি এস ৪ এর ক্যামেরায় তোলা বলে ধারণা করা হচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি এস ৪ ক্যামেরা ইতোমধ্যেই তৈরি করেছে এ ব্যাপারে প্রতিষ্ঠানটি নিজেরাই নিশ্চিত করেছে। লাস ভেগাসের কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০১৩-তে রুদ্ধদ্বারে অংশীদার প্রতিষ্ঠানগুলোকে নতুন এই ডিভাইস দেখিয়েছে স্যামসাং। সম্প্রতি গুগল প্লাসে আপলোড হওয়া ছবিটির মেটাডেটা দেখে জানা গেছে, এটিই হতে পারে সেই কড়া নিরাপত্তায় থাকা গ্যালাক্সি এস ৪।

তবে ছবির মেটাডেটা ইচ্ছে করলে পরিবর্তন করা যায়। তাই এটি দেখেও নিশ্চিত বলা যাচ্ছে না এটিই গ্যালাক্সি এস ৪ কি না।

আরেকটি সূত্র জানিয়েছে, SPH-D806 হতে পারে স্প্রিন্টের গ্যালাক্সি এস ৪ আর SPH-D806 হতে পারে ভেরিজনের গ্যালাক্সি এস ৪-এর মডেল নম্বর। আন্তর্জাতিক বাজারের জন্য ইন্টারন্যাশনাল সংস্করণের নম্বর হতে পারে GT-i9500.

এর আগে এলজির নেক্সাস ৪-এর ক্যামেরায় তোলা ছবি গুগলের পিকাসায় ফাঁস হয়ে গেছিল। সেবারও এভাবেই মেটাডেটা বা EXIF ডেটা দেখে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন এটিই নেক্সাস ৪।

স্যামসাং গ্যালাক্সি এস ৪-এর জন্য কেউ অপেক্ষা করছেন কী?