বাজেট ১৬ হাজারঃ অ্যান্ড্রয়েড ফোন কোনটি কিনব ?

android in bangladesh

অ্যান্ড্রয়েড জগতে এখন ফোনের অভাব নেই। ৫ হাজার থেকে করে ৬৭ হাজার পর্যন্ত অনেক অ্যান্ড্রয়েড ফোন এই পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে যারা কমদামে (২০ হাজার টাকার নিচে) অ্যান্ড্রয়েড ফোন কিনতে চাচ্ছেন, তারা সবাই বড় ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তাদের দোষ দেয়া যায় না অবশ্য, কারণ সিম্ফনি ও ওয়াল্টনের এতোগুলো ফোনের মধ্যে এক্সপার্টরাই দ্বিধায় পড়ে যান। আর সাধারণ মানুষ যিনি প্রথম অ্যান্ড্রয়েড কিনতে যাচ্ছেন, তার মাথা খারাপ হবার যোগাড় হলে তাকে দোষ দেয়া যায় না।

আজকের এই পোস্টে খুব সংক্ষেপে আলোচনা করে জানাচ্ছি আমার কাছে ব্যক্তিগতভাবে কোন অ্যান্ড্রয়েড ফোনটি ১৬ হাজার টাকার বাজেটে সেরা মনে হচ্ছে। তুলনা করতে গেলে সাধারণ হার্ডওয়্যার স্পেসিফিকেশন নিয়ে বড় আকারে তুলনা করতে হয়, যেমনটা আপনারা দেখেছেন অ্যান্ড্রয়েড কথনের নেক্সাস ৭ বনাম আইপ্যাড মিনি কিংবা গ্যালাক্সি এস ৩ বনাম আইফোন ৫ পোস্টে। কিন্তু আমরা বলছি একসঙ্গে ৫টি ফোনের কথা। ৫টি ফোনের এভাবে বিস্তারিত রিভিউ করতে গেলে পাঠকই পড়া বাদ দিয়ে চলে যাবেন। তাই সংক্ষেপেই পোস্টটি লেখা হলো।

পোস্টটি লেখার কারণ

Untitled

প্রতিদিন অ্যান্ড্রয়েড কথন ফেসবুক গ্রুপঅ্যান্ড্রয়েড কথন ফোরামে এরকম অনেক প্রশ্ন দেখি। এ জন্য আমি আজকে এখনের জনপ্রিয় ৫টি ফোন নিয়ে আলোচনা করব, সেগুলো হল Walton G1, Walton G2, Walton R1, Symphony W90 এবং Micromax A110 Canvas 2।

ডিসপ্লে দিয়ে শুরু করা যাক

  • Walton G1 এর ৪.৩ ইঞ্চি আকারের ডিসপ্লে, রেজুলেশন ৮০০x৪০০ পিক্সেল।(WVGA)
  • Walton G2 এর ৪.৫ ইঞ্চি আকারের ডিসপ্লে, রেজুলেশন ৫৪০×৯৬০ পিক্সেল।(qHD)
  • Symphony W90 এর ৫.০ ইঞ্চি আকারের ডিসপ্লে, রেজুলেশন ৮০০x৪০০ পিক্সেল।(WGVA)
  • Micromax A110 এর ৫.০ ইঞ্চি  ডিসপ্লে, রেজুলেশন ৪৮০x৮৫৪ পিক্সেল।(FWGVA)
  • Walton R1 এর ৪ ইঞ্চি আকারের ডিসপ্লে, রেজুলেশন ৮০০x৪৮০ পিক্সেল (WVGA)

এখানে ডিসপ্লে এর রেজুলেশন এর দিক দিয়ে Walton G2 সবচেয়ে উন্নত। কিন্তু অনেকে বড় ডিসপ্লে চান তাদের জন্য Micromax A110- ই ভাল হবে। আর যারা ছোট ডিসপ্লেতে সব চান তাদের জন্য Walton R1।

প্রসেসর, জিপিইউ

  • Walton G1 এ থাকছে  ডুয়েল কোর ১ গিগাহার্জ Mediatek এর প্রসেসর এবং PowerVR SGX531,
  • Walton G2, ডুয়েল কোর ১.২ গিগাহার্জ Qualcomm এর প্রসেসর এবং Adreno 203,
  • Symphony W90, ডুয়েল কোর ১ গিগাহার্জ Mediatek এর প্রসেসর এবং PowerVR SGX531,
  • Micromax A110, ডুয়েল কোর ১ গিগাহার্জ Mediatek এর প্রসেসর এবং PowerVR SGX531,
  • Walton R1, ডুয়েল কোর ১.২ গিগাহার্জ Mediatek এর প্রসেসর এবং PowerVR SGX531,

আমাদের এই ৫টি ফোন এর মধ্যে ৪টি’তে আছে Mediatek এর প্রসেসর। Mediatek বেশ ভালো মানের প্রসেসর বানালেও Qualcomm সাধারণ মিডিয়াটেকের চেয়ে উন্নত প্রসেসর তৈরি করে থাকে। ফলে, সাধারণত কোয়ালকমের প্রসেসর সমৃদ্ধ ডিভাইসগুলোয় ভালো পারফরম্যান্স লক্ষ্য করা যায়। তাই কোয়ালকমের প্রসেসর থাকার কারণে ওয়াল্টন জি২ এই ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দিতে পারে।

Android এর যে ভার্সন চলছে ফোনগুলোতে

এই সবগুলো ফোন এ-ই চলছে অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচ। কিন্তু Symphony, Walton অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচ কে একটু পরিবর্তন করে দিয়েছে। অর্থাৎ, একটু Customize করেছে এবং আরও অনেক অ্যাপ্লিকেশন ইন্সটল করে দিয়েছে যেগুলো হয়তো আপনার প্রয়োজন পড়বে না। উপরন্তু ওদের অনেক অ্যাপ দেওয়ার কারনে ডিভাইস অনেক সময় ধীরগতির হয়ে যেতে পারে। কিন্তু অন্যদিকে Micromax তাদের ফোনে ব্যবহার করে স্টক অ্যান্ড্রয়েড। অর্থাৎ, গুগল যেভাবে রিলিজ করে, ঠিক সেভাবেই তারা এতে অপারেটিং সিস্টেমটি দিয়ে দেয়। বাড়তি কেবল তাদের ৩টি অ্যাপ দেওয়া থাকে।

হুম, বুঝলাম কিন্তু কোনটা নিব ?

  • Walton G1 – ১২৪৯০ টাকা
  • Walton R1 – ১৩৯৯০ টাকা
  • Symphony W90 – ১৪৯৯০ টাকা
  • Micromax A110 – ১৫,০০০ টাকা
  • Walton G2 – ১৪০০০-১৬০০০  টাকা

এটা আসলেই একটি কঠিন প্রশ্ন, কিন্তু আমার মতে আপনাদের Micromax A110-ই এই দামে সবচেয়ে ভালো ফোন। স্পেসিফিকেশনের পাশাপাশি রুট করা, কাস্টম রমসহ বিভিন্ন বিষয়ে ইন্টারন্যাশনালি ডেভেলপারদের সাপোর্ট পাওয়া যাবে। তবে মাইক্রোম্যাক্স ডিভাইস নিতে কাউকে পরামর্শ দেয়ার আগে আমরা দ্বিতীয়বার ভাবি কারণ এদের সার্ভিস সম্পর্কে আমরা সন্দিহান। কোনো কারণে আপনার ডিভাইসে কোনো সমস্যা থাকলে আপনাকে ভোগান্তিতে পড়তে হতে পারে।

 

তাই আফটার-সেলস সার্ভিসের কথা চিন্তা করলে ওয়াল্টন কিংবা সিম্ফনির ডিভাইসগুলো থেকেই যে কোনো একটি বেছে নিতে পারেন। আরেকটি বিষয় হলো কোন ডিভাইস নেবো এর উত্তর আসলেই এক কথায় দেওয়া সম্ভব নয়। সবচেয়ে ভালো হয় অন্ততঃপক্ষে দু’টি ডিভাইস পছন্দ করুন, তারপর দু’টো কোম্পানিরই শোরুমে গিয়ে ডিভাইসগুলো হাতে নিয়ে দেখে আসুন।

আর আমার মতে সেই দু’টি দেশীয় ডিভাইস হতে পারে ওয়াল্টন জি১ ও সিম্ফনি ডব্লিউ ৯০।

আপনার কি মতামত? আপনি কোনটি নিবেন ও কেন নিবেন সেটি নিচে মন্তব্য করে জানাবেন! আর যদি ইতোমধ্যেই কোনো ডিভাইস কিনে থাকেন, তাহলে সেটির পারফরম্যান্স সম্পর্কেও মন্তব্য করতে ভুলবেন না। এতে আরেকজন ক্রেতা উপকৃত হবেন।