অ্যান্ড্রয়েডের পুরো সুবিধাটুকু পেতে অনেক ব্যবহারকারীই ডিভাইস কেনার আগে থেকেই রুট করা যাবে কি না তা খোঁজ-খবর করতে শুরু করেন। ইন্টারনাল স্টোরেজ বাড়ানো, সিপিইউ ওভারক্লক, আন্ডারক্লক ইত্যাদি সুবিধা পেতে রুট করা বাঞ্ছনীয়। তবে অনেকেই ডিভাইস কিনে ফেলেন এবং পরে রুটের উপকারিতা বুঝতে পেরে রুট করার উপায় খুঁজতে থাকেন। সিম্ফনি ডব্লিউ ৫০ ব্যবহারকারীদের রুটের পদ্ধতি জানাতেই আজকের এই পোস্ট।
রুট করতে যা যা দরকার:
- রুট কী ও কেন এ সম্পর্কে স্বচ্ছ ধারণা।
- রুট করলে ওয়ারেন্টি থাকবে না।
- একটি USB ক্যাবল।
- আর ১০ মিনিট সময়।
Root Symphony W60
- প্রথমেই আপনার ফোন এর Settings>Developer Options এ যেয়ে USB Debugging On চালু করুন,
- এখন ফোনটি আপনার পিসিতে কানেক্ট করুন এবং Notification থেকে USB Options এ গিয়ে Media Deviceটি Select করুন,
ফোন এর কাজ শেষ আবার কম্পিউটার এর কাজ।
- এখন আগে আপনার ফোন এর Driver-টি ডাউনলোড করে ইন্সটল করুন। ডাউনলোড করুন এখান থেকে।
- তারপর এই সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে।
- root_mt6575.rar ফোল্ডার-টি Extract করে তার ভিতর থেকে TPsparkyroot.bat ফাইল-টি ওপেন করুন এবং তারপর সফটওয়ারের নির্দেশনা অনুযায়ী রুট করুন !
প্রমাণ যে এইভাবে রুট করা যায়
এ পর্যায়ে আপনার ফোন Restart নিবে। ভয় পাবেন না। প্রায় ৩ বার Restart নেওয়ার পর Root হবে।
এই পর্যন্ত সব ঠিকঠাকভাবে করতে পারলে হয়ে গেল আপনার সিম্ফনি ডব্লিউ ৬০ রুট করা। এখন আপনি চাইলে কাস্টম রম ইন্সটল করতে পারবেন, লিংক২এসডি-এর মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ বাড়াতে পারবেন ও রুট প্রয়োজন এমন সব অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।
আপনার সিম্ফনি ডব্লিউ ৬০ রুট করেছেন কি?