স্যামসাং আনছে গ্যালাক্সি ট্যাব ৩

২০১৩ এসে গেছে। তাই লক্ষ্য অনুযায়ী স্যামসাং-ও শুরু করে দিয়েছে একের পর এক ডিভাইসের উৎপাদন। কিছুদিন আগে আমরা জানিয়েছিলাম, গ্যালাক্সি নোট ৮.০ বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। সম্প্রতি খবর শোনা যাচ্ছে, ৭ ইঞ্চি ও ১০.১ ইঞ্চি আকারের গ্যালাক্সি ট্যাব ৩ আনারও প্রস্তুতি নিচ্ছে এই কোরিয়ান কোম্পানি।

অবশ্য নতুন এই ডিভাইস বা এর স্পেসিফিকেশন সম্পর্কে তেমন কোনো তথ্যই জানা যায়নি। স্যাম মোবাইল জানিয়েছে, গ্যালাক্সি ট্যাব ৩ ৭.০ ও গ্যালাক্সি ট্যাব ৩ ৮.০ বাজারে আনতে পারে স্যামসাং। অবশ্য ৮ ইঞ্চি আকারের গ্যালাক্সি ট্যাব ৩ ৮.০ হবে নাকি গ্যালাক্সি নোট ৮.০ হবে সে নিয়ে স্পষ্ট কোনো তথ্য মেলেনি।

এছাড়াও আরও বড় আকারের গ্যালাক্সি ট্যাব ৩ ১০.১ এ বছরের শেষের দিকে আসতে পারে বলে জানা গেছে। এতে এলটিই সুবিধাও থাকতে পারে। তবে অন্য দু’টি ডিভাইস ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেও দেখানো হতে পারে বলে আশা করা হচ্ছে।

চাইনিজ সব কোম্পানির ভিড়ে গ্যালাক্সি ট্যাব কিনতে আগ্রহী কেউ আছেন নাকি এখনও?