এলজি নিয়ে আসছে Optimus G Pro

এলজির অ্যান্ড্রয়েড ফোন নিয়ে খুব একটা হৈ-চৈ শোনা না গেলেও প্রথম থেকেই বেশ ভালোমানের ফোন তৈরি করে আসছে তারা। অপটিমাস সিরিজের শুরু থেকেই ব্যবহারকারীদের সন্তুষ্ট করতে পেরেছে বলা যায়। কোনো কারণ ছাড়া তো আর গুগল তাদের নেক্সাস ডিভাইসের জন্য এলজিকে বেছে নেয়নি, তাই না?

এলজি অপটিমাস জি এর কথা আমরা সবাই জানি। সম্প্রতি এলজি ঘোষণা করলো এই পরিবারের নতুন সদস্য Optimus G Pro.

gsmarena_002

এলজির নতুন Optimus G Pro এর একটি আকর্ষণীয় দিক হচ্ছে এটির ৫” ইঞ্চি 1080P ডিসপ্লে। ডিসপ্লের পিক্সেল পার ইঞ্চি (পিপিআই) ৪৪০; তাছাড়াও এটিতে থাকছে ১.৭ গিগাহার্জ কোয়াড-কোর Snapdrogon S4 Chipset এবং ২ গিগাবাইট র‌্যাম। আরও রয়েছে ৩০০০ mAh এর ব্যাটারি। পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৩২ গিগাবাইট বিল্ট-ইন মেমোরি যা মাইক্রোএসডি স্লটের মাধ্যমে বাড়ানোর সুবিধা রয়েছে আর এটিতে চলবে অ্যান্ড্রয়েড এর নতুন সংস্করণ জেলি বিন।

ফোনটি আকারে ১৩৯ x ৭০ x ১০ মিমি. এবং ওজনে ১৬০ গ্রাম হবে আর পাওয়া যাবে কালো আর সাদা এই দু’টি রঙে।

তবে আপাতত এই ফোনটি কেবল জাপানের একটি কোম্পানি “NTT DoCoMo” এর সাথে চুক্তিতে বাজারে বিক্রি করা হবে। কিন্তু আশা করা হচ্ছে শিগগিরই অন্যান্য দেশের বাজারেও ডিভাইসটি বিক্রি শুরু হবে।

এলজির কোনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের অভিজ্ঞতা আছে কি?