নেক্সাস ৪ ফোন নিয়ে অভিযোগের অন্ত নেই। না, এর পারফরম্যান্স ভালো না, দ্রুত নষ্ট হয়ে যায় বা একবার আছাড় খেলে অক্কা পায় এমন কোনো অভিযোগ নয়, বরং এই ফোন হাতে পেতেই প্রচুর বেগ পেতে হচ্ছে আগ্রহী ক্রেতাদের। বারবার অর্ডার দিতে গিয়ে আউট-অফ-স্টক লেখা দেখতে হচ্ছে। প্রি-অর্ডার করেও সময়মতো ডিভাইস হাতে পাচ্ছেন না ক্রেতারা। এই ভোগান্তির দায় কার, গুগলের নাকি এলজির?
গুগল এ নিয়ে কোনো মন্তব্য না করলেও চুপ করে বসে থাকতে নারাজ এলজি। এলজির ফ্রান্স বিভাগের কর্মকর্তা ক্যাথি রবিন সরাসরি আঙুল তুলেছেন গুগলের দিকে। তিনি জানিয়েছেন, এলজি ঠিক ততগুলো স্মার্টফোনই (নেক্সাস ফোর) তৈরি করেছে যতগুলো বানানোর অর্ডার দিয়েছে গুগল। আর গুগল নেক্সাস ৪-এর চাহিদা কেমন হবে সেই আন্দাজ করেছে পূর্ববর্তী নেক্সাস ফোন নেক্সাস এস-এর বিক্রির পরিমানের উপর ভিত্তি করে।
আর এখানেই বিশাল ভুলটা করে ফেলেছে গুগল।
হিসেব করে দেখা গেছে, এ পর্যন্ত যে পরিমান নেক্সাস ৪ বিক্রি হয়েছে, তা ছিল গুগলের অনুমিত পরিমানের চেয়ে ১০ গুণ বেশি! অর্থাৎ, গুগল যতটুকু চাহিদা রয়েছে ভেবেছে, স্টকে টান পড়ার পরও বিক্রিই হয়েছে তারচেয়ে দশগুণ বেশি। এ থেকেই আন্দাজ করা যায় হার্ডওয়্যার ব্যবসায় মোটেই খারাপ যাচ্ছে না গুগলের।
নেক্সাস ৪ যে একেবারেই পাওয়া যাচ্ছে না তা নয়। দুই বছরের চুক্তিসহ অনেক অপারেটরই দিচ্ছে নেক্সাস ৪ ফোন। কিন্তু সেই হিসেবে দাম গুগলের বলা দামকে ছাড়িয়ে বহুদূর চলে যাচ্ছে। আর সহজলভ্য না হওয়ায় বাইরের বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে নেক্সাস ৪ ক্রেতাদের। তবে এলজি আশা প্রকাশ করেছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই আবার প্রচুর পরিমানে নেক্সাস ৪ সরবরাহ করতে পারবে তারা। হয়তো তখন আগ্রহী ক্রেতারা শখের নেক্সাস ৪ কিনতে পারবেন প্লে স্টোর থেকে।
অ্যান্ড্রয়েড কথনে আগামী আয়োজনঃ ঢাকায় নেক্সাস ৪
সম্প্রতি ঢাকায় স্বনামধন্য এক বিক্রেতা প্রতিষ্ঠান এনেছে নেক্সাস ৪ স্মার্টফোন। যদিও ইতোমধ্যেই তাদের স্টক ফুরিয়ে গেছে, তবুও তাদের এই অত্যধিক দাম নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। কেন এই অস্বাভাবিক দাম? তা জানতে ও জানাতে অ্যান্ড্রয়েড কথনে প্রকাশিত হবে বিশ্লেষণী পোস্ট। দেশের বাজারে আবার নেক্সাস ৪ চলে এলেই বিশ্লেষণী পোস্টটি প্রকাশিত হবে।