২০১২ সালে অ্যান্ড্রয়েড কথন [অ্যানিমেশন]

android kothon

২০১৩ সালের ১৬ দিন চলে গেছে। আর এখন এসে এই শিরোনামে পোস্ট দেখে ভ্রু কুঁচকালেও পাঠক আপনাকে দোষ দেয়া যাবে না। কেননা, দারুণ এই অ্যানিমেশনটি আমরা মাত্র কিছুদিন আগেই হাতে পেয়েছি। আর গত কয়েকদিন স্মার্টফোন এক্সপো ২০১৩ নিয়ে ব্যস্ততা থাকায় সাইটে এটি পোস্ট করা হয়নি। তাই এখন অসাধারণ এই অ্যানিমেশনটি পাঠকদের সঙ্গে শেয়ার করা হচ্ছে।

প্রথমেই বলে নেয়া ভালো যে, ২০১২ সালের পুরোটা পায়নি অ্যান্ড্রয়েড কথন। আগস্টের ৮ তারিখ থেকে যাত্রা শুরু করে অ্যান্ড্রয়েড কথন। আর তারপর থেকেই জনপ্রিয়তা কুড়াতে থাকে এই সাইটটি।

অ্যান্ড্রয়েড কথন ওয়েবসাইটে পাঠকদের আনাগোণার বিষয়টিতে নজর রাখতে ওয়ার্ডপ্রেস ডটকম-এর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এ জন্যই তারা জানে কী পরিমান মানুষ এই সাইট ভিজিট করছেন। তাদের সেই তথ্যই প্রতি বছরের মতো এবারও ব্যবহারকারীদের সঙ্গে দারুণ এক অ্যানিমেশনের মাধ্যমে শেয়ার করেছে তারা। আর আপনারা ঠিক সেটিই দেখতে পারবেন নিচের লিংকে ক্লিক করে।

কেবল একটা বিষয় মনে রাখবেন, ২০১২ সাল বলতে কিন্তু মাত্র ৫ মাস!

অ্যানিমেশনটি দেখতে এখানে ক্লিক করুন

কেমন লাগলো তা জানিয়ে যেতে ভুল করবেন না কিন্তু!