আইপ্যাডের মতো দেখতে অ্যান্ড্রয়েড ট্যাবলেট আনছে Archos

আইপ্যাড অ্যান্ড্রয়েড

এবারের কনজিউমার ইলেকট্রনিক্স শো-টা ততোটা জমে ওঠেনি। স্যামসাং, এইচটিসির মতো বড় কোম্পানিগুলোর উপস্থিতি ছিল না বললেই চলে। ছিল না মাইক্রোসফট কিংবা নকিয়াও। আর এই সুযোগে তুলনামূলক অপরিচিত কোম্পানিগুলোই নিজেদের পণ্য দেখাচ্ছে। জেডটিই, পোলারয়েডের পাশাপাশি Archos-ও কিছুটা দর্শনার্থীদের নজর কাড়তে সক্ষম হয়েছে। কেননা, তারা দেখিয়েছে পুরো আইপ্যাডের মতো দেখতে অ্যান্ড্রয়েড ট্যাবলেট।

Platinum 97 নামে প্রথম ট্যাবলেটটি চলছে অ্যান্ড্রয়েড জেলি বিন-এ। ৯.৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লেতে দেয়া রয়েছে 2,048 x 1,536 পিক্সেল রেজুলেশন। এটি নতুন আইপ্যাডেরই ঠিক অবিকল করা হয়েছে। এছাড়াও এতে রয়েছে ১.২ গিগাহার্জ প্রসেসর ও ৮-কোর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। অর্থাৎ, কেবল ব্রাউজিংই নয়, মুভি দেখা বা গেম খেলতে দারুণ একটি ডিভাইস হতে পারে এটি।

১৬ গিগাবাইট মেমোরি সঙ্গে এক্সপেন্ডেবল মেমোরি স্লট ও ১ গিগাবাইট র‌্যাম সম্পন্ন এই ডিভাইসের দাম ধরা হয়েছে ৩২৯ ডলার। অবশ্য কবে নাগাদ আসবে সে সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে Archos-এর আইপ্যাড-লুক-এলাইক অ্যান্ড্রয়েডের কারিশমা এখানেই শেষ নয়। Platinum 80 নামে আরও একটি ৮ ইঞ্চি ডিভাইস আনছে কোম্পানিটি। একে প্লাটিনাম ৯৭-এর ছোটভাই বলা চলে। আর এটি দেখতেও আইপ্যাডের ছোটভাই আইপ্যাড মিনির মতোই! এর ৮ ইঞ্চি আইপিএস স্ক্রিনে আছে 1,024 x 768 পিক্সেল রেজুলেশন, স্টক অ্যান্ড্রয়েড ৪.১, কোয়াড-কোর ১.২ গিগাহার্জ প্রসেসর ও ডুয়াল ২ মেগাপিক্সেল ক্যামেরা। আর দাম ধারণা করা হচ্ছে ১৯৯ ডলার।

ঠিক আইপ্যাডের মতো দেখতে এই দু’টি ট্যাবলেট আগামী মার্চে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। বাজারে আসলে এটি কেবল আইপ্যাডপ্রেমীদেরই আকৃষ্ট করবে না, সঙ্গে কুপার্টিনোর অ্যাপলের উকিলদেরও মাথা ঘামানোর বিষয় হয়ে উঠবে বলে মন্তব্য করছেন অনেকে।

আইপ্যাড-দর্শন অ্যান্ড্রয়েড কিনতে আগ্রহীরা অবশ্যই মন্তব্যের ঘরে জানিয়ে যাবেন।