স্বল্পমূল্যের এবং বেশ ভাল মানের দুটি ট্যাবলেটের ঘোষণা দিল পোলারয়েড

পোলারয়েড নতুন দুটি ট্যাবলেটের ঘোষনা দিয়েছে এবারের সিইএস ২০১৩-তে। এগুলোর মধ্যে ছোটটি ৭” স্ক্রিনের “পোলারয়েড এম৭” যা ডুয়েল কোর প্রসেসর সমৃদ্ধ। আর অন্যটি কোয়াড কোর প্রসেসর সমৃদ্ধ ১০” স্ক্রিনের “পোলারয়েড এম১০”; দুটি ট্যাবলেটই এন্ড্রয়েড ৪.১ চালিত।

পোলারয়েডের এম৭ ট্যাবটিতে কিছুটা ভাল মানের ২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যাবহার করা হয়েছে। যদিও এটা যে তাদের বিক্রি বাড়াতে খুব বেশি সহায়তা করবে তা নয়। এম৭ ট্যাবলেটিতে ইন্টারনাল মেমোরি দেওয়া হয়েছে ৮ গিগাবাইট যা বাড়ানো যাবে মেমোরি কার্ডের মাধ্যমে। তবে এম৭ এর সবচেয়ে বড় চমক এর মূল্যে। মূল্য নির্ধারন করা হয়েছে মাত্র ১২৯ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ১০,৫০০ টাকা।

বেশীরভাগ ৭ ইঞ্চি ট্যাবলেটের তুলনায় এম৭ এর ফিয়েচারগুলো বেশ স্ট্যান্ডার্ড মানের। এর উচ্চ রেজুলেশন এটিকে অন্যান্য ৭” ট্যাবলেট থেকে আলাদা করেছে। নেক্সাস ৭ এর সাথে তুলনা করলে এম৭ এর স্ক্রিনও বেশ ভাল মানের। দুটোতেই আছে ১২৮০*৮০০ পিক্সেল আইপিএস ২১৬ পিপিআই ডিসপ্লে।

অপরদিকে এম১০ ট্যাবটি অন্যান্য ১০” ট্যাবের তুলনায় কিছুটা সাধারন মানের। এটাতেও দেওয়া হয়েছে ১২৮০*৮০০ পিক্সেল আইপিএস ডিসপ্লে এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সাথে আছে ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এটার মূল্যও চমক জাগানো মাত্র ২২৯ ডলার। বাংলাদেশি টাকায় যা মাত্র ১৮,৫০০ টাকা প্রায়।

ট্যাব দুটির র‍্যাম সম্পর্কে কিছু জানা যায়নি। ৩জি আছে কি না তাও জানায়নি তারা। তবে ধারনা করা যাচ্ছে ট্যাব দুটির কোনটিতেই ৩জি সুবিধা দেওয়া হয়নি। কারন কোথাও তারা ৩জি এর কথা বলেনি। আর ট্যাব দুটি বাজারে আসবে ২০১৩ এর বসন্তে।

সাধারণত সিইএস-এ বিভিন্ন কোম্পানি (যাদের নামও হয়তো গত এক বছরে শোনেননি) নতুন সব ট্যাব আর ফোন আনার কথা জানিয়েছে ও প্রোটোটাইপ দেখাচ্ছে। তবে কোম্পানির নামটা যখন পোলারয়েড, তখন ব্যবহারকারীরা স্বভাবতঃই ভালো কিছু আশা করেন। ট্যাব দুটি বিষয়ে বিস্তারিত তথ্য জানতে অপেক্ষা করুন আর চোখ রাখুন অ্যান্ড্রয়েড কথনে।